Thank you for trying Sticky AMP!!

৬০ হাজারের বেশি দর্শক সরাসরি কনসার্টটি উপভোগ করেন

৬০ হাজারের বেশি দর্শক সরাসরি উপভোগ করেছেন চট্টগ্রামের জয় বাংলা কনসার্ট

গেল কয়েক বছরে জয় বাংলা কনসার্টে বরাবরই তারুণ্যের উন্মাদনা। ঢাকার আর্মি স্টেডিয়ামে এত দিন যাঁরা কনসার্টটি সামনাসামনি উপভোগ করেছেন, তাঁরাই এ উন্মাদনার প্রত্যক্ষদর্শী। তবে কনসার্টের উন্মাদনার খবর ছড়িয়ে যায় দেশ–বিদেশেও। এবার এই কনসার্ট ভিন্ন রূপে এসেছে চট্টগ্রামের তরুণদের মধ্যে। বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম হয়ে উঠেছিল দেশজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দু। ৬০ হাজারের বেশি দর্শক সরাসরি কনসার্টটি উপভোগ করেন। টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে তা পৌঁছে যায় লাখ লাখ মানুষের কাছে।
‘জয় বাংলা’ কনসার্টের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হয়। এর আগে সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হলেও এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে এই কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট উপলক্ষে স্টেডিয়ামের মঞ্চের সামনে ও গ্যালারিতে থাকা দর্শকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখর ছিলেন। তরুণ্যের কণ্ঠের সেই স্লোগানে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম।

পাশপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো অনুপ্রেরণা জোগায় তরুণদের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (৭ মার্চ) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বেলা তিনটায় এ কনসার্ট শুরু হয়।

‘জয় বাংলা’ কনসার্টের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা

কনসার্ট শেষ হতে মধ্যরাত হয়। এবারের জয় বাংলা কনসার্টে গান গেয়েছে দেশের ৯টি ব্যান্ড। ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, নেমেসিস, লালন, অ্যাভোয়েড রাফা, মেঘদল, তীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল), কার্নিভ্যাল এবং ক্রিপটিক ফেইট। প্রতিটি ব্যান্ড স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অনুপ্রেরণামূলক গানগুলো গেয়ে শোনায় আগত দর্শকদের। বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেখানো হয়, দেখানো হয় বিশেষ ভিডিও চিত্র। এ ছাড়া গানের ফাঁকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছোট ছোট অংশ ভিডিও উপস্থাপনার মাধ্যমে দেখানো হয়। ছিল ‘জয় বাংলা’ স্লোগানকে অবলম্বন করে গানের মিউজিক ভিডিও পরিবেশনা।

বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে

বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। গানের সুরে নেচেগেয়ে বিকেল থেকে রাত পর্যন্ত আনন্দে মেতে ওঠেন তরুণেরা। তারুণ্যের এ উন্মাদনায় যোগ দেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকসহ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ বেশ কয়েকজন সংসদ সদস্য।

বৃহস্পতিবার (৭ মার্চ) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বেলা তিনটায় এ কনসার্ট শুরু হয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কনসার্টে এসেছিলেন শিক্ষার্থী শ্রাবণ। তিনি বলেন, ‘আগে ঢাকা গিয়ে শুনেছি। এবার চট্টগ্রামে হওয়ায় চলে এসেছি। আশা করছি, সামনেও এখানে হবে। আমরা অপেক্ষায় ছিলাম। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা ঠিক কতটা আগ্রহী ছিলাম জয় বাংলা কনসার্টের জন্য।’ চট্টগ্রামের পটিয়া থেকে গান শুনতে আসা আসমানী আক্তার বলেন, ‘একসঙ্গে এক মঞ্চে এতগুলো জনপ্রিয় ব্যান্ডের গান আগে কখনো দেখিনি। এই আয়োজন আমাদের জন্য সম্মানের।’

এবারের জয় বাংলা কনসার্টে গান গেয়েছে দেশের ৯টি ব্যান্ড