Thank you for trying Sticky AMP!!

যুক্তরাষ্ট্রে স্টেজ শো নিয়ে ব্যস্ত সোলস

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গান গাইছেন সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া

৫০ বছর পূর্তিতে দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস তাদের চমকপ্রদ সব ঘোষণা দেয়। গত বছরের মাঝামাঝি দেওয়া সেসব ঘোষণায় জানা যায়, ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০টি নতুন গান প্রকাশ করবে ব্যান্ড। পাশাপাশি দেশ-বিদেশে টানা কনসার্ট নিয়ে ব্যস্ত থাকবে দলটি। কনসার্টের ধারাবাহিকতায় এবার সোলস মাতাল যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। সেখানকার বৈশাখী মেলায় গান পরিবেশন করেছে দলটি। প্রায় তিন ঘণ্টা গানে গানে দর্শক মাতায় জনপ্রিয় এই গানের দল।

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গান গাইবার সময় সোলস ব্যান্ড সদস্যরা

বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন অব মিয়ামির বর্ষবরণ অনুষ্ঠানে দর্শকের অনুরোধের পাশাপাশি নিজেদের ভালো লাগার গানগুলোও পরিবেশন করে সোলস।

বৈশাখী মেলার পরিবেশনা প্রসঙ্গে সোলস ব্যান্ডের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বলেন, ‘দেশে তো অনেক সময় বাংলা নববর্ষের অনুষ্ঠানে গান পরিবেশন করেছি। অন্য রকম উন্মাদনায় মেতে ওঠেন শ্রোতারা। এবার মিয়ামির বৈশাখী মেলায় এসে মনে হয়নি, দেশের বাইরে কোথাও আছি। এখানকার শ্রোতারা দারুণ সংগীতপ্রেমী। তাঁদের প্রতি কৃতজ্ঞতা। বিদেশের মাটিতে বসে দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করছেন। বর্ষবরণের এমন আয়োজন দেখে আমার খুব ভালো লেগেছে। আয়োজকদেরও ধন্যবাদ জানাই, তারা সোলসের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করায়।’

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গান গাইছেন সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া

১১ এপ্রিল যুক্তরাষ্ট্রে পৌঁছায় ব্যান্ড সোলস। বর্ষবরণের আয়োজনে গান পরিবেশনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে কনসার্ট শুরু করেছে দলটি।

জানা গেছে, ২০ এপ্রিল ভার্জিনিয়ায় ঈদ আনন্দ মেলায় পারফর্ম করবে সোলস। ব্যান্ডের সদস্য হিসেবে এবারের সফরে আছেন পার্থ বড়ুয়া, মীর মাসুম, আহসানুর রহমান আশিক, মারুফ তালুকদার রিয়েল ও শব্দ প্রকৌশলী শামীম আহমেদ।