বিটিএসের সদস্যেরা
বিটিএসের সদস্যেরা

বিরতির মধ্যে বিটিএস তারকারা কে কী করেছেন

২০২২ সালের জুনে বিরতি নেয় বিটিএস। প্রায় চার বছর পর আবারও গানে ফিরেছে গ্রুপটি। বিরতির মধ্যে বিটিএসের সাত সদস্য আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুকসুগা কী করেছেন? কোরিয়া হেরাল্ড অবলম্বনে থাকল আদ্যোপান্ত।

জুন ২০২২: প্রথম আন্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশের কয়েক দিনের মধ্যেই দলগত কার্যক্রম থেকে বিরতির ঘোষণা দেয় বিটিএস। বিরতির মধ্যে একক ক্যারিয়ারে মনোযোগ দেন গ্রুপের সদস্যরা।

জুলাই ২০২২: জে-হোপ তাঁর প্রথম পূর্ণাঙ্গ একক অ্যালবাম ‘জ্যাক ইন দ্য বক্স’ প্রকাশ করেন। প্রথম কোরিয়ান শিল্পী হিসেবে লোলাপালুজার মূল মঞ্চে সুযোগ পান।

অক্টোবর ২০২২: একক গান ‘দ্য অ্যাস্ট্রোনট’ প্রকাশ করেন জিন।

ডিসেম্বর ২০২২: বিটিএসের প্রথম সদস্য হিসেবে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দেন জিন। একই সময়ে প্রথম একক অ্যালবাম ‘ইন্ডিগো’ প্রকাশ করেন আরএম।

মার্চ ২০২৩: প্রথম একক ইপি ‘ফেস’ প্রকাশ করেন জিমিন।

এপ্রিল ২০২৩: সামরিক প্রশিক্ষণে যোগ দেন জে-হোপ।

এপ্রিল ২০২৩: একক অ্যালবাম ‘ডি-ডে’ প্রকাশ করেন সুগা।

বিটিএসের সদস্যেরা

সেপ্টেম্বর ২০২৩: প্রথম একক অ্যালবাম ‘লেওভার’ প্রকাশ করেন ভি।

নভেম্বর ২০২৩: অভিষেক একক অ্যালবাম ‘গোল্ডেন’ প্রকাশ করেন জাংকুক।

ডিসেম্বর ২০২৩: সুগা, আরএম, ভি, জিমিন ও জাংকুক ধারাবাহিকভাবে সেনাবাহিনীতে যোগ দেন।

মার্চ ২০২৪: জে-হোপ বিশেষ অ্যালবাম ‘হোপ অন দ্য স্ট্রিট ভলিউম ওয়ান’ প্রকাশ করেন।

মে ২০২৪: আরএম তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘রাইট প্লেস, রং প্লেস’ প্রকাশ করেন।

জুলাই ২০২৪: জিমিন তাঁর দ্বিতীয় একক ইপি ‘মিউজ’ প্রকাশ করেন।

জুন ২০২৪: জিন সামরিক প্রশিক্ষণ শেষ করেন।

বিটিএসের সদস্যেরা

অক্টোবর ২০২৪: জে-হোপ সামরিক প্রশিক্ষণ থেকে অবসরপ্রাপ্ত হন।

নভেম্বর ২০২৪: জিন তাঁর প্রথম একক ইপি ‘হ্যাপি’ প্রকাশ করেন।

ফেব্রুয়ারি ২০২৫: জে-হোপ সিউলে ‘হোপ অন দ্য স্ট্রিট’ দিয়ে প্রথম একক বিশ্ব সফর শুরু করেন।

মার্চ ২০২৫: জে-হোপ একক অ্যালবাম ‘মোনা লিসা’ প্রকাশ করেন।

মে ২০২৫: জিন তাঁর দ্বিতীয় একক ইপি ‘ইকো’ প্রকাশ করেন।

জুন ২০২৫: বিটিএসের বাকি সদস্যরা সামরিক প্রশিক্ষণ শেষ করেন।

জুন ২০২৫: জিন তাঁর প্রথম একক বিশ্ব সফর ‘রানসিউকজিন’ শুরু করেন।

আগস্ট-নভেম্বর ২০২৫: বিটিএস দলগত গানের প্রস্তুতির ঘোষণা দেয়; নভেম্বরের মধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়।

জানুয়ারি ২০২৬: প্রায় সাড়ে চার বছর পর দলগতভাবে গানে ফেরার ঘোষণা দেয় বিটিএস। ২০ মার্চ পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের ঘোষণা দেয় গ্রুপটি।