জেন বারকিনের ব্যাগটি বিক্রি হয়েছে ১০ মিলিয়ন ডলারের বেশি দামে
জেন বারকিনের ব্যাগটি বিক্রি হয়েছে ১০ মিলিয়ন ডলারের বেশি দামে

১২১ কোটি টাকায় বিক্রি হয়েছে বারকিনের ৯ বছর ব্যবহার হওয়া ব্যাগ

ফ্যাশন ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস হারমেসের আইকনিক বারকিন ব্যাগ। ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বারকিনের জন্য তৈরি করা মূল ব্যাগটি প্যারিসে নিলামে বিক্রি হয়েছে ১০ মিলিয়ন ডলারের বেশি দামে, যা বাংলাদেশি মুদ্রায় ১২১ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে নিলাম প্রতিষ্ঠান সথবিজ।  
সথবিজ জানিয়েছে, ব্যাগটি কিনেছেন এক জাপানি সংগ্রাহক। আর এটি এখন পর্যন্ত কোনো ব্যাগ সর্বোচ্চ দামে বিক্রির ঘটনা।

হারমেসের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৮৪ সালে প্যারিস থেকে লন্ডনগামী একটি বিমানে জন্ম নেয় এই ব্যাগের ধারণা। ফ্লাইটে ব্রিটিশ অভিনেত্রী জেন বারকিনের পাশে বসেছিলেন হারমেসের তৎকালীন নির্বাহী জঁ-লুই দ্যুমার। সেদিন বারকিন তাঁকে বলেছিলেন, তিনি এমন একটি ব্যাগ খুঁজছেন, যা একই সঙ্গে স্টাইলিস্ট ও ব্যবহারযোগ্য—একজন তরুণী মা হিসেবে প্রয়োজনীয় সবকিছু বহন করা যাবে। সেখানেই দ্যুমার একটি কাগজে ব্যাগটির স্কেচ করেন। পরে হারমেস তা তৈরি করে বারকিনের জন্য, যার ডিজাইনে ছিল শিশুদের দুধের বোতল রাখার বিশেষ জায়গাও। ১৯৮৫ সালে হারমেস তাঁকে ব্যাগটি উপহার দেয় এবং পরে তার জন্য আরও চারটি ব্যাগ তৈরি করে।
প্রথম সেই ব্যাগটি ছিল তুলনামূলক বড়, বারকিনের নামের আদ্যক্ষর ‘জে.বি.’ খোদাই করা ছিল ফ্ল্যাপে (ঢাকনায়)—যা পরবর্তী মডেলগুলো থেকে ছিল সম্পূর্ণ আলাদা। পরবর্তী সময়ে সেই ডিজাইনের ছোট সংস্করণ বাজারে ছাড়া হয়, যা বিশ্বজুড়ে ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

১৯৮৫ সালে হারমেস বারকিনকে ব্যাগটি উপহার দেয়

সথবিজ-এর হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের ইউরোপ ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান অরেলি ভ্যাসি বলেন, ‘এটি ছিল ভ্রমণের ব্যাগ। ৯ বছর ধরে বারকিন এটি প্রতিদিন ব্যবহার করেছেন, তারপরও ব্যাগটির গঠন এখনো অত্যন্ত সুন্দর।’
১৯৯৪ সালে এইডস নিয়ে কাজ করা ফরাসি দাতব্য সংস্থা সিড্যাকশন-এর জন্য তহবিল সংগ্রহ করতে ব্যাগটি নিলামে তুলেছিলেন জেন বারকিন। পরে ২০০০ সালে এক ফরাসি সংগ্রাহক এটি কেনেন।
১৯৬০-এর দশকের শেষ থেকে বারকিন অভিনয় ও গানের পাশাপাশি মানবিক কর্মকাণ্ড এবং সামাজিক সচেতনতায় ভূমিকার জন্যও স্মরণীয় হয়ে আছেন। ২০২৩ সালের ১৬ জুলাই প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন।