
সিডনির মিন্টো ইনডোর স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘ফাগুন হাওয়া ফেস্ট ২০২৫’-এর দশম বর্ষপূর্তির জমকালো সংস্করণ। বর্ণাঢ্য এ উৎসবে রং, সুর, আলোর ঝলকানিতে যেন প্রাণ ফিরে পেয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মন। গত রোববার সেই উৎসবের প্রধান আকর্ষণ হয়ে উঠেছিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। তাঁর মনোমুগ্ধকর পরিবেশনা, আবেগঘন কণ্ঠ আর স্বতঃস্ফূর্ত মঞ্চ আচরণে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন সিডনির বাংলাভাষী দর্শক–শ্রোতা।
শুরু থেকেই এ উৎসব ঘিরে আরেকটি নাম নিয়ে ছিল আলাদা উত্তেজনা—নায়িকা অপু বিশ্বাস। সবকিছু চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে ব্যক্তিগত কিছু অনিবার্য কারণে তিনি আর সিডনিতে উড়ে আসতে পারেননি। ভিসা অনুমোদিত হলেও সফর বাতিল করতে বাধ্য হন তিনি।
আয়োজক সংস্থা ফাগুন হাওয়ার প্রধান তিসা তানিয়া প্রথম আলোকে জানান, ‘অপু বিশ্বাসের ভিসা হলেও ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে সিডনিতে আসা সম্ভব হয়নি। আমরা তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেছি। তবে অনুষ্ঠানের সর্বাঙ্গীণ রূপে যেন কোনো ঘাটতি না থাকে, সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টাও করেছি।’
অপুর অনুপস্থিতিতে অনুষ্ঠানে একাই আলো ছড়ান কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। তাঁর গান, কণ্ঠের ছন্দ আর মঞ্চ দখলের স্বাভাবিক প্রতিভায় উৎসবপ্রেমী সিডনিবাসী ডুবে গিয়েছিলেন এক অনন্য আবেশে। উৎসবের প্রাণ হয়ে ওঠেন তিনি। নকুল কুমারের পরিবেশনা ছিল প্রাণবন্ত, আবেগঘন এবং একই সঙ্গে নস্টালজিক, যেন বাংলাদেশ থেকে সংগীতের একটুকরা আবহ নিয়ে এসেছিলেন মঞ্চে।
পুরো উৎসবে ছিল শিশু–কিশোরদের নৃত্য, কবিতা, ফ্যাশন শো, রঙিন স্টল আর মুখরোচক দেশীয় খাবারের সুবাস। তবে সবকিছুর মধ্যেও দর্শকদের হৃদয় জয় করে নেন নকুল কুমার বিশ্বাস।