জেনিফার লোপেজ। রয়টার্স
জেনিফার লোপেজ। রয়টার্স

মঞ্চে লোপেজ–ঝড়, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে আরও যা হলো

‘এটা একেবারেই অবিশ্বাস্য। আমি বাক্‌রুদ্ধ। আজকের অনুষ্ঠানে নিজে যদি উপস্থিত থাকতে পারতাম!’ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথাগুলো বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বিলি আইলিশ। ২৩ বছর বয়সী গায়িকা যখন ইউরোপ সফরে, তখন আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে তখন বসেছে ৫১তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই আসরের সর্বোচ্চ সাত পুরস্কার জিতেছেন বিলি। একেই বোধ হয় বলে, না থেকেও সব নিয়ে যাওয়া।

টেলর সুইফট, কেন্ড্রিক লামার, মরগান ওয়ালেন, সাবরিনা কার্পেন্টার, চ্যাপেল রোনদের হারিয়ে দর্শক-শ্রোতাদের ভোটে বিলি জিতেছেন আর্টিস্ট অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, ফেবারিট ট্যুরিং আর্টিস্টসহ গুরুত্বপূর্ণ সব পুরস্কার। গায়িকার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ বাজারে আসে গত বছরের ১৭ মে।

বিলি আইলিশ জিতেছেন সাত পুরস্কার। রয়টার্স ফাইল ছবি

সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত অ্যালবামটি মুক্তির পর ২০টি দেশের টপ চার্টের শীর্ষে ছিল। এ অ্যালবামের জন্যই প্রায় সব পুরস্কার পেয়েছেন গায়িকা। অ্যালবামটির সবচেয়ে জনপ্রিয় গান ‘বার্ডস অব আ ফেদার’ হয়েছে বর্ষসেরা গান।

‘দ্যাটস সো ট্রু’ গান দিয়ে পরিচিতি পাওয়া গ্রেসি অ্যামব্রোস পেয়েছেন সেরা নবাগত শিল্পীর পুরস্কার। তিনিও অনুষ্ঠানে ছিলেন না। ভিডিও বার্তায় তরুণ এই শিল্পী ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি ভাগ্যবান, কারণ ভক্তদের কাছ থেকেই অনেক কিছু শিখেছি। তাঁরা আমাকে মনে করিয়ে দিয়েছেন—এই পৃথিবীতে এখনো আলো আছে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনিফার লোপেজ। এএফপি

‘কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে গ্র্যামিতে রেকর্ড গড়েছিলেন বিয়ন্সে। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে তিনিও অ্যালবামটির জন্য সেরা নারী কান্ট্রি শিল্পী ও সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার পেয়েছেন। তিনিও অনুষ্ঠানে ছিলেন না। টেলর সুইফট ও কেন্ড্রিক লামারও ছিলেন না গত সোমবার রাতের আয়োজনে। লামার এবারের আসরে সর্বোচ্চ দশটি মনোনয়ন পেয়েছিলেন। তবে পুরস্কার জিতেছেন মাত্র একটিতে, সেরা হিপ-হপ গান।

পুরস্কার না জিতেও অনুষ্ঠানের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন জেনিফার লোপেজ। প্রায় এক দশক পর অনুষ্ঠানটির সঞ্চালনা করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

মঞ্চে জেনিফার লোপেজ। এএফপি

আয়োজনের শুরুতেই এই গায়িকা-অভিনেত্রীর পরিবেশনা ছিল। ছয় মিনিটের সেই পরিবেশনায় ছিল ২৩টি মনোনীত গানের সংকলন।

এ ছাড়া জ্যানেট জ্যাকসন পেয়েছেন আইকন অ্যাওয়ার্ড, ৮০ বছর বয়সী রড স্টুয়ার্ট পেয়েছেন আজীবন সম্মাননা।
তথ্যসূত্র: রয়টার্স

অনুষ্ঠানে ছিলেন নোরা ফতেহি। এএফপি