হার্ডি সান্ধু। ইনস্টাগ্রাম থেকে
হার্ডি সান্ধু। ইনস্টাগ্রাম থেকে

ধোনির বিরুদ্ধে খেলা সেই ক্রিকেটার এখন জনপ্রিয় গায়ক

তাঁকে এখন গায়ক হিসেবেই মানুষ চেনেন। ‘বালা’, ‘গুড নিউজ’, ‘গোবিন্দা মেরা নাম’সহ অনেক সিনেমার জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া এই গায়ক তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। কিন্তু জানেন কি, একসময় পেশাদার ক্রিকেটার ছিলেন তিনি। ক্রিকেট মাঠ থেকে তাঁর বিনোদন দুনিয়ায় যাত্রার খবর জেনে নেওয়া যাক নিউজ এইটটিন অবলম্বনে।

হারবিন্দর সিং সান্ধু এখন হার্ডি সান্ধু নামেই জনপ্রিয়। তাঁর গাওয়া একাধিক গান দারুণ জনপ্রিয়। ভারত তো বটেই, বাংলাদেশ, পাকিস্তানসহ উপমহাদেশের তরুণেরা কাছে জনপ্রিয় তিনি। অথচ একটা সময় ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলের হয়ে।

সম্প্রতি তিনি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি অনূর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দলে খেলেছি।

হার্ডি সান্ধু। ইনস্টাগ্রাম থেকে

শেখর ধাওয়ানের সঙ্গে খেলেছি, আমার রুমমেট ছিল। চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মার সঙ্গেও খেলেছি। আমি মূলত ফাস্ট বোলার ছিলাম। ডান হাত দিয়ে বল করতাম। কিন্তু ২০০৬ সালে আমি কনুইতে একটা গুরুতর চোট পাই। চিকিৎসা করিয়েছিলাম। কিন্তু কিছু হলো না ফাইনালি।’

তিনি আরও জানান, এই চোট সারাতে তিনি অস্ট্রেলিয়া পর্যন্ত গিয়েছিলেন। স্টুডেন্ট ভিসা নিয়ে সেখানে যান পড়াশোনা ও চিকিৎসার জন্য।

হার্ডি সান্ধু। ইনস্টাগ্রাম থেকে

ভেবেছিলেন, চোট ঠিক হয়ে গেলে  ফিরে এসে আবার খেলায় মন দেবেন। সেখানে তিনি ১১ মাস থাকা সত্ত্বেও হাত ঠিক হয়নি।

২০১১ সালে হার্ডি সান্ধুর প্রথম অ্যালবাম মুক্তি পায়। তবে মুক্তি পাওয়ার পর তেমন সাড়া পাননি। পরে ২০১৩ সালে যখন তাঁর গান ‘সোচ’ মুক্তি পায়, সেটা হিট হয়।

হার্ডি সান্ধু। ইনস্টাগ্রাম থেকে

এরপর প্রকাশ করেন ‘বিজলি বিজলি’, ‘হর্ন ব্লো’, ‘ব্যাকবোন’ ইত্যাদি গান। ২০১৪ সালে পাঞ্জাবি সিনেমা দিয়ে অভিনয়জগতেও পা রাখেন তিনি। কবির খানের ‘৮৩’ দিয়ে প্রথমবার দেখা যায় হিন্দি সিনেমায়।