বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত পুরো বিশ্ব। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের বাইরেও অন্যান্য দেশ থেকে প্রিয় দলের খেলা মাঠে বসে উপভোগ করতে কাতারে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ থেকেও বিনোদন অঙ্গনের অনেকেই এই মুহূর্তে কাতারে। তাঁদের মধ্যে একজন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ। বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনাল শুরু হলেও বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে লুসাইল স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
প্রথম আলোর সঙ্গে কথা বলতে বলতে রিজভী ওয়াহিদ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা করেন। মাঠে গিয়ে ফুটবল-ক্রিকেট খেলতেন। তা ছাড়া ফুটবলের প্রতি তাঁর আলাদা ভালোবাসা রয়েছে। এর আগে ক্রিকেট বিশ্বকাপে মাঠে উপস্থিত থাকলেও এবারই প্রথম মাঠে বসে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখছেন। এর আগে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার সেমিফাইনালে উপস্থিত ছিলেন তিনি। আজকের ফাইনালে মেসির হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন।
মজার তথ্য হলো, রিজভী ওয়াহিদ একজন ব্রাজিল-সমর্থক। ব্রাজিল সমর্থন করলেও মেসির খেলা তাঁর ভালো লাগে। যেখানে অধিকাংশ ব্রাজিল-সমর্থক ফ্রান্সকে সমর্থন দিলেও তিনি মাঠে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন। মাঠের মেসিজাদুতে তিনিও মজেছেন। তাই তো মেসির জন্য সেমিফাইনালে আর্জেন্টিনার সমর্থনে গলা ফাটিয়েছেন।
২০১১ ক্রিকেট বিশ্বকাপের অনুষ্ঠানে গায়ক হিসেবে অংশ নিয়েছিলেন রিজভী ওয়াহিদ। এ ছাড়া ২০১১ বিশ্বকাপের অফিশিয়াল আবহ সংগীতের সহকারী পরিচালক ছিলেন। সেখান থেকেই কণ্ঠশিল্পী হয়েও খেলাধুলার সঙ্গে তাঁর সম্পৃক্ততা শুরু। কাতার বিশ্বকাপ থেকে ফিরেই আবার গানের জগতে ফিরবেন এই কণ্ঠশিল্পী। সামনে রয়েছে তাঁর চারটি গান, এর মধ্যে একটি বাপ্পা মজুমদারের। এই গানে তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠে কে থাকবেন, তা এখনো ঠিক হয়নি। এ ছাড়া দলছুট ব্যান্ডের গিটারিস্ট মাসুমের কম্পোজিশনে কনার সঙ্গে দ্বৈত কণ্ঠে একটি গান গাইবেন। তা ছাড়া কলকাতার আকাশ সেনের সুরে কণ্ঠ দেবেন। এই গানে তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠে থাকবেন সিথি সাহা।