Thank you for trying Sticky AMP!!

অরিজিৎ সিং। এএফপি

গানপ্রতি কত টাকা নেন অরিজিৎ

অরিজিৎ সিং এই সময়ের হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় গায়ক। বাংলাতেও তাঁর রয়েছে অনেক জনপ্রিয় গান। আজ ২৫ এপ্রিল এই গায়কের জন্মদিন। এ উপলক্ষে ভারতীয় গণমাধ্যম এই সময় ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অরিজিৎ সম্পর্কে জানা-অজানা তথ্য
১৯৮৭ সালের ২৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম অরিজিতের। ২০০৫ সালে ১৯ বছর বয়সে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ দিয়ে পরিচিতি পান অরিজিৎ। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক। এএফপি
অরিজিৎ এখন বলিউড সিনেমার প্লেব্যাকের জন্য গানপ্রতি ৮ থেকে ১০ লাখ রুপি নিয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা। এ ছাড়া কনসার্টের জন্য নেন দেড় কোটি রুপি। এএফপি
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বছরে ৭২ কোটি রুপি আয় করেন অরিজিৎ। এএফফি

Also Read: সাত বছরের মান-অভিমানের ইতি, সালমানের সিনেমায় গাইলেন অরিজিৎ

অরিজিৎ গান ছাড়াও ভক্তদের কাছে পরিচিত তাঁর সাদামাটা জীবনযাপনের জন্য। কাজ ছাড়া প্রায় পুরোটা সময় জিয়াগঞ্জেই থাকেন অরিজিৎ। বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত গায়ক
বেশির ভাগ সময় জিয়াগঞ্জে থাকলেও মুম্বাইতেও তাঁর চাটি ফ্ল্যাট রয়েছে। এ ফ্ল্যাটগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি রুপি। এ্ক্স থেকে
গানের জন্য একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অরিজিৎ, ফিল্মফেয়ার পেয়েছেন সাতবার, এ ছাড়া ফিল্মফেয়ার বাংলায় সেরা গায়ক হয়েছেন তিনবার। ছবি: কবির হোসেন