Thank you for trying Sticky AMP!!

আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। ছবি: সংগৃহীত

২০ বছর পর

শেষ তাঁদের একসঙ্গে ‘রাজকুমারী’ গানটি গাইতে দেখা গিয়েছিল। তারপর দুজনের মধ্যে দেখা–সাক্ষাৎ হলেও একসঙ্গে গান করা হয়ে ওঠেনি। প্রায় ২০ বছর পর আবার একসঙ্গে দ্বৈত গান করলেন শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। গানটি নিয়ে খুশি এই দুই সংগীতশিল্পী।

Also Read: পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত: শওকত আলী ইমন

গানের শিরোনাম ‘কফির পেয়ালা’। গানের গীতিকবি আশিক মাহমুদ। আকাশ মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত

জানা যায়, গানটির ভিডিও নির্মাণ করেছেন শিথিল রহমান। এতে মডেল হয়েছে আঁখি আলমগীর ও শওকত আলী ইমন।

গানটি নিয়ে শওকত আলী ইমন বলেন, ‘আমরা একসঙ্গে এর আগেও বেশ কিছু গান করেছি। সেগুলো শ্রোতারা ভালোভাবে নিয়েছেন।

শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত

আঁখির সঙ্গে আমার গানের সমন্বয়টা দারুণ। ভক্তদের জন্য দুজনই চেষ্টা করেছি, ভালো একটি গান উপহার দেওয়ার। আমার বিশ্বাস, রোমান্টিক ধাঁচের গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

এর আগে আঁখি আলমগীর ও শওকত আলী ইমনকে দেখা যায় ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’সহ বেশ কিছু গান করতে। আগের গানগুলোর মতো এবারও তাঁরা আশাবাদী। এমনটাই জানান আঁখি আলমগীর।

তিনি বলেন, ‘এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমন চেয়েছি, গানটা ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো আরও একটি গান বানিয়েছে ইমন। সেই সঙ্গে কণ্ঠও দিয়েছে সে। এ জন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমরা নিজেরাই পারফর্ম করেছি। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকেরা নিরাশ হবেন না।’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।