Thank you for trying Sticky AMP!!

ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী

বড়দিনে কলকাতায় আসছেন ‘কাবুলিওয়ালা’ মিঠুন

এবারের বড়দিনে কলকাতায় আসছেন ‘কাবুলিওয়ালা’ মিঠুন। কবিগুরুর ঐতিহাসিক ছোটগল্প ‘কাবুলিওয়ালা’–এর পোঁটলা কাঁধে নিয়ে কলকাতার সিনেমা হলগুলোতে হাজির হচ্ছেন মিঠুন চক্রবর্তী। দীর্ঘদিন পর কাবুলিওয়ালা বেশে মিঠুনের আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উৎসাহ–উদ্দীপনা।
এই ছবিতে কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। সুমন ঘোষ মিঠুনকে নিয়ে এর আগে ছবি বানিয়েছিলেন ‘নোবেল চোর’। শান্তিনিকেতনে কবিগুরুর নোবেল পদক চুরিকে নিয়ে। আর এবার বানাচ্ছেন ‘কাবুলিওয়ালা’।

ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী ও ছোট্ট মিনির ভূমিকায় অনুমেঘা কাহালি

‘কাবুলিওয়ালা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা এ বছরের বড়দিনে, ২৫ ডিসেম্বর; বড়দিনকে সামনে রেখে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক শিশু দিবস সামনে রেখে গতকাল সোমবার ‘কাবুলিওয়া’ ছবির পোস্টার প্রকাশ্যে এনেছেন ছবির নির্মাতারা, কলকাতায় তাঁদের নিজস্ব কার্যালয়ে।

ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। আর ছোট্ট মিনির ভূমিকায় অভিনয় করছে কলকাতার ‘মিঠাই’ টিভি ধারাবাহিকের শিশুশিল্পী অনুমেঘা কাহালি।

মিনির মায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী সরকার

মিনির বাবা অরবিন্দের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় আর মায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী সরকার। ছবিটি প্রযোজনা করেছে জিও স্টুডিও’জ এবং এসভিএফ এন্টারটেনমেন্ট।

এর আগে ১৯৫৭ সালে প্রখ্যাত পরিচালক তপন সিনহার নির্মিত ‘কাবুলিওয়ালা’ ছবিতে রহমতের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস। আর মিনির ভূমিকায় অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা ঠাকুর।

কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী

আবার ১৯৬১ সালে বিমল রায় পরিচালিত হিন্দি ‘কাবুলিওয়ালা’ ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করেছিলেন বলরাজ সাহানি। আবার ২০০৬ সালে বাংলাদেশে নির্মিত ‘কাবুলিওয়ালা’ ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা মান্না।

মিনির বাবা অরবিন্দের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়

বললে বাড়াবাড়ি হবে না, দীর্ঘদিন পর কলকাতার সিনেমাপ্রেমী মানুষ মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’ দেখার জন্য মুখিয়ে আছেন।