Thank you for trying Sticky AMP!!

পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তীকে কতটা জানেন

অভিনেতা, নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী পেশায় একজন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী; শখের বশে গানও করেন তিনি। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
গতকাল ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন পরম-পিয়া। বিয়ের পর থেকেই পিয়াকে নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর চর্চা চলছে; কে এই পিয়া?
‘তোমার অসীমে’, ‘কপালের ভাঁজে’, ‘জীবন-মরণের সীমানা ছাড়ায়ে’, ‘জলছবি’, ‘সকাল এক জাহাজভরা’সহ বেশ কয়েকটি গানে পাওয়া গেছে পিয়াকে। কলকাতার সংগীত শিক্ষাকেন্দ্র দক্ষিণি থেকে গানের তালিম নিয়েছেন পিয়া। তবে গানকে পেশা হিসেবে নেননি তিনি; কাজের অবসরে গান করেছেন
সাবেক স্বামী অনুপম রায়ের সঙ্গেও দ্বৈত গানে পাওয়া গেছে পিয়াকে; বছর দুয়েক আগে অনুপমের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে পিয়ার। বিচ্ছেদের পর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার প্রেমের গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে
বিচ্ছেদের দুই বছর পর পরমের সঙ্গে বিয়ের মধ্য দিয়ে সেই গুঞ্জন ভিত্তি পেল। নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মনামী ঘোষসহ আরও অনেকেই
কলকাতার সংবাদপত্র এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দিল্লিতে যান পিয়া। দিল্লির এক বিশ্ববিদ্যালয়ে আন্থ্রোপোলজিতে পিএইচডি করেছেন, ভারতের বাইরেও একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে
হেড নামে পিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে; করোনাভাইরাস মহামারি ও ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ দিয়েছে সংস্থাটি

Also Read: বিয়ের ছবি প্রকাশ করলেন পরমব্রত