Thank you for trying Sticky AMP!!

দাবদাহ নিয়ে খবর পড়ার সময় গরমে নিজেই অজ্ঞান হয়ে গেলেন সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা। কোলাজ

প্রচণ্ড গরমে লাইভ অনুষ্ঠানে জ্ঞান হারালেন অভিনেত্রী

বাংলাদেশের মতো ভারতের বিভিন্ন রাজ্যেও চলছে তীব্র দাবদাহ। পশ্চিমবঙ্গেও চলছে প্রচণ্ড গরম। এবার হিটওয়েভে কলকাতার এক অভিনেত্রী লোপামুদ্রা সিনহার অজ্ঞান হওয়ার খবর পাওয়া গেল। গত শুক্রবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

‘মিঠাই’সহ একাধিক দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করে ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন লোপামুদ্রা। অভিনয় ছাড়া তিনি সঞ্চালনাও করেন। এই সঞ্চালনা করতে গিয়েই ঘটেছে বিপত্তি।

Also Read: যে কারণে মা হওয়ার খবর এক মাস পর জানালেন এই অভিনেত্রী

কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠের সময় অজ্ঞান হয়ে জান তিনি।

লোপামুদ্রা সিনহা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ফেসবুকে পোস্ট করা ভিডিওতে লোপামুদ্রা বলেন, ‘লাইভ নিউজ চলাকালীন আমার রক্তচাপ মারাত্মক কমে যায়। আমি অজ্ঞান হয়ে যাই।’

ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি আরও বলেন, ‘সংবাদ পড়ার সময়ে বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল। মনে হচ্ছিল, একটু জল খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেই সময়ে কোনো বাইট না আসায় জল খেতে পারিনি। শেষমেশ একটা বাইট আসলে আমি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে জল চাই। জলটা খাইও। তারপর আস্তে আস্তে চোখের সামনে টেলিপ্রম্পটারটা ঝাপসা হয়ে আসতে থাকে।’ ২১ বছরের ক্যারিয়ারে এমন ঘটনা এবারই প্রথম ঘটল বলেও জানান তিনি।

লোপামুদ্রা জানান, জল নিয়ে সংবাদ পাঠ করতে বসার অভ্যাস তাঁর নেই। সেটা ১০ মিনিটের হোক কিংবা আধঘণ্টার। তাই এদিনও নেননি। তিন নম্বর স্টোরি ছিল হিটওয়েভের ওপর। সেটা পড়ার সময়েই কথা জড়িয়ে যাচ্ছিল তাঁর। তিনি ভেবেছিলেন পুরো সংবাদ পাঠ করা শেষ করতে পারবেন। কিন্তু আচমকাই ব্ল্যাক আউট হয়ে যান। তড়িঘড়ি ফ্লোরের সবাই ছুটে এসে তাঁর চোখেমুখে জলের ছিটা দেন। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। পরে এ ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।