‘রক্তবীজ ২’ সিনেমার গানে মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘রক্তবীজ ২’ সিনেমার গানে মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘মেয়ে বিকিনি পরবে, মা রাজি হননি’

পশ্চিমবঙ্গের অভিনেতা মিমি চক্রবর্তী বাংলাদেশেও জনপ্রিয়। গত বছর শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। এবার অভিনেত্রী আলোচনায় একটি গান দিয়ে। আনন্দবাজার, সংবাদ প্রতিদিন অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য-

‘রক্তবীজ ২’ সিনেমার টিজার মুক্তির সময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন মিমি, টেজারে তাঁর বিকিনি লুক নিয়ে বিস্তর চর্চা হয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
শিবপ্রসাদ-নন্দিতা রায় জুটির সিনেমায় মিমি ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত গান ‘চোখের নীলে’ এসেছে গতকাল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এই গানে নীল বিকিনিতে দেখা গেছে মিমিকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এই প্রথম কোনো গানে টু পিস বিকিনিতে দেখা গেল মিমিকে। গানটি মুক্তির পর থেকেই মিমির আবেদনময়ী লুক আলোচনায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
গানে বিকিনি লুকের প্রস্তুতি নিয়ে মিমি বলেন, ‘দিনরাত এক করে যেভাবে ওজন ঝরাতে হয়েছে, কায়িক পরিশ্রম করতে হয়েছে, এখন ভাবলে সেটা কান্না পাওয়ার মতো। শিবুদার একটা কথাতেই বিকিনি পরতে রাজি হয়ে যাই। আমি এর জন্য কোনো সাপ্লিমেন্ট বা ইনজেকশনের ব্যবহার করিনি। সেটা করলে পথটা সহজ হতো।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
গানটি চিত্রায়িত হয়েছে থাইল্যান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মিমি জানান, তাঁর জন্য বিকিনি পরার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। এ জন্য পরিবারকে রাজি করাতে হয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মিমি বলেন, ‘মেয়ে বিকিনি পরবে, মা রাজি হননি। মাকে বুঝিয়েছিলাম, আমার কাজের জন্য, দর্শককে নতুন কিছু দেওয়ার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। নতুন কিছু না দিতে পারলে পিছিয়ে পড়ব।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মিমি মনে করেন, আবীরের মতো সহ-অভিনেতা থাকায় এই পোশাকে অনায়াসে শুটিং করা অনেকটাই সহজ হয়েছে তাঁর কাছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এবারের দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমায় আরও অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে