Thank you for trying Sticky AMP!!

আসছে বাংলাদেশের ফেলুদা

তৌকীর আহমেদ ও আহমেদ রুবেল

এবার সত্যজিৎ রায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার কাহিনি নিয়ে ওয়েব ধারাবাহিক নির্মিত হচ্ছে বাংলাদেশে। এর আগে কয়েক দফা ভারত এবং ভারত-বাংলাদেশে যৌথভাবে নির্মিত হলেও ফেলুদার গল্পে এককভাবে বাংলাদেশের নির্মাণ এবারই প্রথম। এমনটাই জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই মিডিয়া প্রডাকশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।

এবার ফেলুদা হিসেবে পর্দায় দেখা যাবে আহমেদ রুবেলকে। আর অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ ছবিটি নির্মাণ করবেন। প্রযোজক জানান, ২১ এপ্রিল থেকে শুরু হবে শুটিং। ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে শুটিং হবে। শুধু বাংলাদেশের অভিনয়শিল্পীরাই এতে অভিনয় করবেন। বাকি অভিনয়শিল্পীরা চূড়ান্ত হওয়ার পথে। ফেলুদার সার্বক্ষণিক সঙ্গী তোপসে আর জটায়ু চরিত্রেও থাকছে চমক।

ফেলুদাকে প্রথম চিত্রায়ণ করেছিলেন সত্যজিৎ নিজেই। সোনার কেল্লা ও জয়বাবা ফেলুনাথ চলচ্চিত্র দুটিতে ফেলুদা হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

পরে সত্যজিৎ-পুত্র সন্দ্বীপ রায় টিভি ধারাবাহিক ও চলচ্চিত্র হিসেবে ফেলুদার অনেক কাহিনি চিত্রায়ণ করেন। সেগুলোতে ফেলুদা হিসেবে দেখা গেছে সব্যসাচী চক্রবর্তী, শশী কাপুর ও আবির চট্টোপাধ্যায়কে।

আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেডের প্রযোজনায় ফেলুদার তিনটি গল্প ওয়েব ধারাবাহিক হিসেবে দেখা গেছে গত বছর। ‘গোলকধাম রহস্য’, ‘ঘুরঘুটিয়ার ঘটনা’ ও ‘শেয়াল দেবতা রহস্য’ গল্পগুলো চিত্রায়ণ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ফেলুদা হয়েছিলেন পরমব্রতই। মুক্তি পেয়েছিল ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপে।

এর আগে ‘ফেলুদা’ হিসেবে দেখা গিয়েছিল ভারতের সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শশী কাপুর, আবির চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, এবার নির্মিত হবে ‘নয়ন রহস্য’ গল্পটি। ৮০ মিনিট দৈর্ঘ্যের সিরিজটি দেখা যাবে তিনটি পর্বে। দেখা যাবে বায়োস্কোপেই। ওয়েব ধারাবাহিক নির্মাণের অনুমতি প্রসঙ্গে শাকিল বলেন, ‘ফেলুদা সিরিজের ডিজিটাল রাইটস আমরা আগেই নিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা কাজ করছি। ধীরে ধীরে অনেক গল্পই পর্দায় আনার ইচ্ছা আছে।’

ফেলুদা হিসেবে নিজেকে পর্দায় উপস্থাপন করতে বেশ প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা আহমেদ রুবেল। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘চরিত্রটা অবশ্যই চ্যালেঞ্জিং। কারণ, ফেলুদা সিরিজ বহুল পঠিত। আমি আমার মতো প্রস্তুতি নিচ্ছি। আগের নির্মাণগুলো আবার দেখছি। বাকিটা দেখা যাক।’

ফেলুদার মতো একটা চমৎকার সিরিজ নির্মাণের দায়িত্ব নিয়ে দারুণ উচ্ছ্বসিত তৌকীর আহমেদ। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের একটা ভালোবাসার কাজ। শৈশবে পড়া গল্প। সত্যজিৎ নিজেও দুটি নির্মাণের পর আর নির্মাণ করেননি। সব মিলিয়ে আমার জন্য তো একটু চ্যালেঞ্জই। তবে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে পর্দায় তুলে আনব “নয়ন রহস্য”। রুবেল শক্তিমান অভিনেতা। মঞ্চ ও পর্দা—দুই জায়গাতেই সমান পারদর্শী। আশা করছি ফেলুদা চরিত্রে তাঁর উপস্থিতি দর্শক উপভোগ করবেন।’