Thank you for trying Sticky AMP!!

আইসিটি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১–এ পুরস্কৃত শিল্পীদের মধ্যে অন্যতম তিশা, নিশো ও মেহ্‌জাবীন

তাঁরা আনন্দিত, অনুপ্রাণিত

বিনোদন অঙ্গনের আড্ডাগুলোতে অনেক দিন দেখা যায়নি নুসরাত ইমরোজ তিশাকে। জানুয়ারি মাসে মা হয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে অভিনয় কমিয়ে দিয়েছিলেন এই শিল্পী। ঘর-সংসার আর সন্তান নিয়ে ব্যস্ত তিশাকে সম্প্রতি দেখা গেল আইসিটি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১–এর মঞ্চে। সেরা নাট্য অভিনেত্রী হিসেবে পুরস্কার গ্রহণ করলেন তিনি।

নুসরাত ইমরোজ তিশা

অহং নাটকে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন তিশা। আর তিশা প্রযোজিত ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান–এ অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন তাসনিয়া ফারিণ। মা হওয়ার পর বিনোদন অঙ্গন থেকে তিশার প্রথম প্রাপ্তি। তাঁর প্রতিক্রিয়া কী? তিশা বলেন, ‘এই অ্যাওয়ার্ড প্রথমবার পেয়েছি। প্রথমত, এবারের কাজটা নিয়ে প্রত্যাশা বেশিই ছিল, ইটস নট লাইট অ্যাওয়ার্ড। ১৩ বছর পর অপূর্ব আর আমি একসঙ্গে কাজ করলাম। ৫-৭ বছর পর শিহাব শাহীন ভাইয়ের সঙ্গে কাজ করলাম। যখন কাজটা করেছিলাম, তখন চিন্তা ছিল দর্শকেরা যেন পছন্দ করেন, তাঁদের যেন ভালো লাগে। প্রচারের পর দর্শকেরা পছন্দ করেছেন। খুব আনন্দ নিয়ে সবাই নাটকটি দেখেছেন। এখন পেলাম এই অ্যাওয়ার্ড, তাই সবকিছু মিলিয়ে পুরস্কার পেয়ে ভালো লাগছে। তা ছাড়া আমার জন্য পুরস্কারটা ছিল বোনাসও।’ কেন? তিশা বলেন, ‘অনেক দিন আমি কোনো গেট টুগেদারে যাই না। করোনা সংক্রমণের পর তো আরও না। সব সময় একা থাকতে পছন্দ করি। বাবুর জন্য তো এখন আরও যাওয়া হয় না। মোটামুটি অনেক বছর পর অনেক বড় গেট টুগেদারে গেলাম। অনেকের সঙ্গে দেখা হলো। অবশ্যই সবকিছু মিলে সুন্দর সময়ও কেটেছে।’

মেহজাবীন চৌধুরী

এই অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরীও। ভিকি জাহেদের পুনর্জন্ম নাটকের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। কথায় কথায় মেহজাবীন বিভিন্ন সময় জানিয়েছেন, তাঁর পছন্দের পরিচালকদের অন্যতম ভিকি জাহেদ। সেই পরিচালকের নাটকে অভিনয় করে শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রীর পুরস্কার প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘প্রতিটি অ্যাওয়ার্ড আমার কাছে আনন্দের, ভালো লাগার। এই প্রাপ্তি সামনের দিকে আরও বেশি ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। প্রতিটি প্রাপ্তির সময়ই মনে হয়, প্রথমবার কোনো পুরস্কার পাচ্ছি।’ অভিনয়ের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো কাজে শ্রেষ্ঠ অভিনেত্রী হওয়ার ব্যাপারটি কেমন? মেহজাবীন বলেন, ‘যত নতুন মাধ্যম আসবে, তত বেশি ভালো। সবাই কাজের সুযোগ পাবেন। নিজের পছন্দের ব্যাপারে সিদ্ধান্ত নিতে শিল্পীদের সুবিধা হবে।’

আফরান নিশো

আফরান নিশো কেবল বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির প্রিয়। কেবল ফেসবুকেই তাঁর অনুসারী ৫৫ লাখ। তাঁর বেশির ভাগ নাটকই পছন্দ করেন দর্শক। এবারে বিলোপ নাটকের জন্য চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১–এ শ্রেষ্ঠ নাট্যাভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। পুরস্কারের মঞ্চে এ প্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে এই অভিনেতা বলেন, ‘সারা বছর কাজ করার পর এই সম্মাননা পাওয়া আনন্দের। এটা আমাকে উৎসাহিত করে, খুব গাঢ়ভাবে। সামনে যেন খুব ভালো কাজ করতে পারি। ইচ্ছে আছে ভালো করার। যদিও আমার বয়স বাড়ছে। এক সময় মনে হতো, আমি সব সময় বাচ্চা থাকি, কখনো বুড়ো না হই। আমি গ্রুপ থিয়েটার থেকে আসিনি। কিন্তু আমার চেষ্টা ছিল, লেগে থাকার ইচ্ছে ছিল। আমি এখনো একইভাবে পরিশ্রম করে যেতে চাই। নিজেকে প্রতিনিয়ত শুধরে নিতে চাই। এখনো আমি যার প্রেমে মশগুল, তিনি হুমায়ুন ফরীদি। এই অ্যাওয়ার্ডটা আমি তাঁকেই উৎসর্গ করতে চাই।’