Thank you for trying Sticky AMP!!

পারিবারিক গল্প 'ভুল ভাঙাতে ভুল করা'

ভুল ভাঙাতে ভুল করা নাটকের দৃশ্য।

সারাক্ষণই ভুল ধরতে থাকেন ঘরের কর্তাব্যক্তি। তাঁর এই আচরণে পরিবারের সদস্যরাও বেজায় বিরক্ত। তাঁর এই ভুল ধরা নিয়ে ঘটতে থাকে নানান ঘটনা। এমন গল্প নিয়ে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘ভুল ভাঙাতে ভুল করা’। এটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে আটটায়।

হানিফ সংকেত নাটকের গল্প নিয়ে বলেন, ‘আজকাল অধিকাংশ নাটকেই কোনো বাবা-মায়ের চরিত্র দেখা যায় না। তবে আমার এই নাটকটিতে আছেন বাবা-মা-ভাই-বোন-চাচাসহ পরিবারের বিভিন্ন সদস্য। আর এই পরিবারের সদস্যদের নিয়েই নাটকটি।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী প্রমুখ।