দুই মাস অভিনয় নয়

ফারহান আহমেদ জোভান। ছবি: ফেসবুক থেকে

ডিসেম্বরের পর থেকে বেশির ভাগ সময়ই টানা কাজ করেছেন। ভালোবাসা দিবস, ঈদুল ফিতরের কাজ। তারপর গেল ঈদুল আজহার আগেও ১৫টির মতো নাটক নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন। ফলে নিজেকে ও পরিবারকে তেমন একটা সময় দেওয়া হয়নি। যে কারণে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিচ্ছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।

ফারহান আহমেদ জোভান

জোভান জানান, পরিবার তাঁর কাছে সব সময়ই আলাদা। কিন্তু ব্যস্ততার কারণে সেভাবে প্রিয়জনদের সময় দিতে পারছিলেন না। যে কারণে ঈদের পর বিরতির সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা, ‘সব সময়ই বিরতি নিয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু গত কয়েকটা মাস ব্যাক টু ব্যাক কাজ হওয়ায় অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন মনে হচ্ছে, দুই মাস বিশ্রাম নেব। পুরো সময় পরিবারের সঙ্গে থাকব। বন্ধুবান্ধব অনেকের অভিযোগ থাকে, আমাকে পাওয়া যায় না। তাদের সঙ্গে সময় কাটাব, নিজের মতো করেও থাকা দরকার। যে কারণে এ বিরতি।’

‘আশিকি’র পোস্টার

বিরতির পর ঠিক কবে ফিরবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি। জোভান জানান, বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে। যে গল্পগুলো ভালো লাগবে, সেগুলো নিয়েই আগস্টে কাজ শুরু করবেন।

ঈদে এবার আশিকি দিয়ে আলোচনায় ছিলেন জোভান। ইমরোজ শাওন পরিচালিত নাটকটিতে জোভানের সহশিল্পী নাজনীন নীহা। নাটকটি এক দিনের ভিউ দিয়ে বাংলা নাটকে রেকর্ড গড়ে। গতকাল সোমবারও নাটকের মধ্যে ৪ নম্বর ট্রেন্ডিংয়ে ছিল আশিকি। গত সপ্তাহে মুক্তি পেয়েছে মাহমুদ মাহিনের পরিচালনায় মন বদল। এ নাটকে জোভানের সহশিল্পী তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি ট্রেন্ডিংয়ে ২ নম্বরে রয়েছে।

ফারহান আহমেদ জোভান। ছবি: ফেসবুক থেকে