কেয়া পায়েল
কেয়া পায়েল

কেয়ার মন কেড়েছে কে

ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘আমার মন নিল কাড়িয়া …’।

কেয়া পায়েলকে ক্যামেরা হাতে দেখা গেছে
ভ্রু কোঁচকানো, ঠোঁটে হাত দিয়ে কী চিন্তা করছেন তিনি?
আঙুল দেখিয়ে তিনি কাউকে শাসাচ্ছেন?
ক্যামেরায় কী দেখছেন?
ক্যামেরায় ছবি তোলার ভঙ্গিতে কেয়া পায়েল
চোখে রোদচশমা, গলায় গাঁদা ফুলের মালা, কাঁধে ব্যাগ—স্টাইলিশ লুকে দেখা গেল তাঁকে
হলুদ রঙের জামার সঙ্গে মিলিয়ে হলুদ চুড়িতে নিজেকে সাজান তিনি
চার ঘণ্টার ব্যবধানে এসব ছবিতে প্রায় সাড়ে সাত হাজারের মতো ‘রিঅ্যাক্ট’ পড়েছে। প্রায় ২০০ মন্তব্য এসেছে
‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় রয়েছেন তিনি
ইনস্টাগ্রামে কেয়া পায়েলের অনুসারী ১৬ লাখের বেশি