Thank you for trying Sticky AMP!!

‘বিরক্ত হওয়ার কারণটাও বিরক্তিকর’

তারকাদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়েই ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
কিউবি জংশনে একসঙ্গে দেখা গিয়েছিল ব্যান্ড সংগীতের প্রায় সব তারকাকে। ২০০৯ সালে একসঙ্গে অর্ণব, আইয়ুব বাচ্চু ফ্রেমবন্দী হওয়া সেই স্মৃতি স্মরণ করে বাপ্পা মজুমদার লিখেছেন, ‘কিউবি জংশন ওয়ান এর সময়...স্মরণীয় দিনগুলো।’
অভিনেত্রী ও পরিচালক জিনাত হাকিম ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই জীবনের মঞ্চে, মোরা কেউবা কাঁদি কেউবা হাসি। জীবনটাকে আমরা তবু সবার চেয়ে ভালোবাসি।’
গায়ক অর্ণবের স্ত্রী গায়িকা সুনিধি নায়েক ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি বিরক্ত হতে হতে খুবই বিরক্ত। বিরক্ত হওয়ার কারণটাও বিরক্তিকর।’
খেলা নিয়ে শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কার এত বড় ক্ষতিটা না করলেও পারত।’ ভারত–শ্রীলঙ্কার এই চূড়ান্ত খেলায় জয়ী হয়েছে ভারত।