২৩ ঘণ্টার ব্যবধানে এসব ছবিতে প্রায় ২৪ হাজার রিঅ্যাক্ট পড়েছে। প্রায় ১৫০টি মন্তব্য এসেছেমুসাফির রিয়াজ নামে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘শীতের পাহাড় আর তোমার হাসি—দুটোই মন হারিয়ে দেয়।’
সংগীতশিল্পী শহীদ এবং শুভমিতার ‘এক জীবন’ গানের ভিডিও চিত্রে মডেল হয়ে সাড়া ফেলেছিলেন শায়না আমিন২০১৫ সালের ২০ মার্চ যুক্তরাজ্যপ্রবাসী মাসুদ রানাকে বিয়ে করেন শায়না আমিন। বিয়ের পর যুক্তরাজ্যে থিতু হন তিনিঅভিনয় থেকে দূরে রয়েছেন তিনি