তটিনী
তটিনী

বাইরে কি খুব বেশি ঠান্ডা...

বাইরে কি খুব বেশি ঠান্ডা? শীতের পোশাকে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রশ্নটা করেছেন অভিনেত্রী তটিনী

ছবিটি ঢাকার এক রেস্তোরাঁয় তোলা। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরায় ধরা দেন তিনি
মাথায় গোলাপি রঙের উলের টুপি, টুপির সঙ্গে মিলিয়ে লং স্লিভ টপ; সঙ্গে অফ হোয়াইট রঙের প্যান্টে স্টাইলিশ লুকে দেখা গেছে তাঁকে
১৩ ঘণ্টার ব্যবধানে এসব ছবিতে ২৭ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে, মন্তব্য এসেছে প্রায় ৪৫০টি
কেউ লিখেছেন, ‘আপনাকে দারুণ লাগছে।’ কেউ বলেন, ‘আপনার হাসিটা সুন্দর।’
দিন তিনেক আগে বেশ কয়েকটি বিড়াল নিয়ে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে তটিনী লিখেছেন, ‘বিড়ালের স্বর্গ।’
এসব ছবিতে ৬৫ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করেছেন তটিনী, তাঁর বিপরীতে রয়েছেন জোভান
ইনস্টাগ্রামে তটিনীর অনুসারী ১৫ লাখের বেশি