‘বোনকে কাছে টেনে নিলেন মেহজাবীন’

তারকাদের পদচারণে মুখর ছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। কেউ এসেছিলেন একা, কেউ সপরিবার। লালগালিচায় তারকাদের টুকরা গল্প নিয়ে এই আয়োজন। লালগালিচা পর্ব– ৪
প্রিন্স মাহমুদ ও নাঈম। ছবি: প্রথম আলো
প্রিন্স মাহমুদ ও নাঈম। ছবি: প্রথম আলো

২৫ বছর পর
প্রতিবার একসঙ্গে লালগালিচায় হাঁটেন নাঈম–শাবনাজ দম্পতি। তবে নাঈমকে এবার একাই দেখা গেল। অসুস্থতার কারণে শাবনাজ আসতে পারেননি। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তাই বেরিয়ে আসেন নাঈম। বাইরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন, এমন সময় দ্রুত তাঁর কাছে এসে দাঁড়ালেন প্রিন্স মাহমুদ। দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরলেন। প্রিন্স মাহমুদ বললেন, ‘২৫ বছর পর দেখা।’ জমে উঠল আড্ডা।

মেহজাবীন ও মালাইকা। ছবি: খালেদ সরকার

দুই বোন
বোন মালাইকা চৌধুরীকে নিয়ে লালগালিচায় এলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি তোলার জন্য সবাই তাঁকে ঘিরে ধরলে বোনকে কাছে টেনে নিলেন মেহজাবীন, হলেন ফ্রেমবন্দী। গত বছর থেকে মালাইকারও অভিনয়ে পথচলা শুরু হয়েছে।

ইরফান সাজ্জাদ

বউ যখন পরামর্শক
কালো পোশাকে এসেছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। লালগালিচায় এক সহকর্মী তাঁকে প্রশ্ন করলেন, ‘সাজ্জাদ ভাই, আপনার পোশাক ভালো হয়েছে। পোশাক কি ভাবি ঠিক করে দেন?’ এ কথা শুনে ইরফান বলেন, ‘আমি নিজেই পোশাক পছন্দ করি, তবে আমার বউ পরামর্শ দেয়।’

ফজলুর রহমান বাবু। ছবি: খালেদ সরকার

‘একটু দেরিই হয়ে গেল’

কিছুটা চিন্তিত হয়েই লালগালিচায় পা রাখতে দেখা গেল অভিনেতা ফজলুর রহমান বাবুকে। পাশ থেকে একজন প্রশ্ন করলেন, ‘ভাই কখন এলেন?’ এমন প্রশ্ন শুনে বাবু বললেন, ‘মাত্রই এলাম, আমার একটু দেরিই হয়ে গেল। আজ শুক্রবারের তুলনায় জ্যামটা অনেক বেশি।’