চঞ্চলের সঙ্গে ছবি দিয়ে ঋতিক লিখেছেন, প্রিয় অভিনেতার সঙ্গে

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়েই ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
সংগীতাঙ্গনে তিন যুগের পথচলা গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের। এই পথচলায় অনেক সম্মাননা পেয়েছেন তিনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে ‘মেগা রক ইভেন্ট দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’ নামের একটি সম্মাননা পেয়েছেন তিনি। এটি নিয়ে খুব উচ্ছ্বসিত তিনি। ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘জীবনে অনেক সম্মান পেয়েছি, মেগা রক ইভেন্ট দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২-এর এই সম্মান সত্যিই অনন্য। আজকের রাতটা ভোলার নয়। প্রত্যাশার চেয়ে প্রাপ্তিযোগ অনেক বেশি। সংশ্লিষ্ট প্রিয় মানুষগুলো আর দুর্দান্ত ব্যান্ডগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা।’
সংগীতাঙ্গনে তিন যুগের পথচলা গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের। এই পথচলায় অনেক সম্মাননা পেয়েছেন তিনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে ‘মেগা রক ইভেন্ট দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’ নামের একটি সম্মাননা পেয়েছেন তিনি। এটি নিয়ে খুব উচ্ছ্বসিত তিনি। ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘জীবনে অনেক সম্মান পেয়েছি, মেগা রক ইভেন্ট দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২-এর এই সম্মান সত্যিই অনন্য। আজকের রাতটা ভোলার নয়। প্রত্যাশার চেয়ে প্রাপ্তিযোগ অনেক বেশি। সংশ্লিষ্ট প্রিয় মানুষগুলো আর দুর্দান্ত ব্যান্ডগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা।’
ছোটবেলা থেকেই মঞ্চে গান করেন আঁখি আলমগীর। ছোটবেলায় ‘ভাত দে’ ছবিতে অভিনয়ের জন্য তো শিশুশিল্পী হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নিজের ছোটবেলার একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে আঁখি লিখেছেন, ‘চেনা যায়?’
পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন একসময়ের অভিনয়শিল্পী টনি ডায়েস। বাংলাদেশ থেকে কোনো তারকা যুক্তরাষ্ট্রে গেলে টনি-প্রিয়া দম্পতির বাড়িতে অতিথি হন। তেমনই একটি স্থিরচিত্রে প্রিয়া ডায়েসের সেলফিতে এভাবেই ফ্রেমবন্দী হলেন তারিণসহ অন্যরা। ছবিটি টনি ডায়েস তাঁর ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘অল্প সময়ের আড্ডা।’
বাংলাদেশের পর ভারতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এ উপলক্ষে সম্প্রতি ঢাকা ও কলকাতার শিল্পীদের মিলনমেলা অনুষ্ঠিত হয় কলকাতার গ্র্যান্ড ওবেরয় হোটেলে। সেখানেই চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা হয় কলকাতার ঋত্বিক চক্রবর্তীর। দুজনের একটি স্থিরচিত্র পোস্ট করে ঋত্বিক লিখেছেন, ‘এই উজ্জ্বল দিনে প্রিয় অভিনেতার সঙ্গে।’
অপু বিশ্বাস অভিনীত নতুন ছবি ‘ছায়াবৃক্ষ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। শোনা যাচ্ছে, বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবি আসছে পূজায় মুক্তি পেতে পারে। ঢালিউড তারকা অপু বিশ্বাস নিজের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘শিল্পীর কাজই হচ্ছে আলো ছড়ানো, যখন সূর্যও ব্যর্থ হয়।