টম ক্রুজ। এএফপি
টম ক্রুজ। এএফপি

কানে হাজির টম...

২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির অষ্টম সিনেমা ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’। আজ কানে ছিল ছবির ফটোকল, সেখানে হাজির হয়ে যেন উৎসব জমিয়ে দিলেন টম ক্রুজ। এএফপি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

আজ কানে খোশমেজাজে পাওয়া গেল টম ক্রুজকে। হাসিমুখে নানা ভঙ্গিতে পোজ দেন ছবির জন্য। এএফপি
‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ ছবির ফটোকলে সিনেমার অভিনয়শিল্পীরা। এএফপি
নির্মাতা ক্রিস্টোফার ম্যাককুয়ারির সঙ্গে টম ক্রুজ। এএফপি
গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার সিওল থেকে সিনেমাটির প্রচার শুরু করেন টম, এবার তিনি হাজির হলেন কান উৎসবে। এএফপি
তিন বছর পরে কান চলচ্চিত্র উৎসবে পাওয়া গেল এই অ্যাকশন তারকাকে। এর আগে তিনি এসেছিলেন ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে। এএফপি
তারকাবহুল ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ সিনেমা টম ক্রুজ ছাড়াও আছেন হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ প্রমুখ। এএফপি
কান চলচ্চিত্র উৎসবে টম ক্রুজ। এএফপি