হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না কোরীয় ইউটিউবার পার্ক উই। বিয়ের আসরেও হুইলচেয়ারেই এসেছিলেন তিনি। প্রেমিকা, কোরীয় অভিনেত্রী ও গায়িকা সং জি ইউনের সঙ্গে বিয়ে সেরেছেন পার্ক।
বিনোদন ডেস্ক
৭ অক্টোবর পারিবারিকভাবে বিয়ে সেরেছেন এই জুটি। দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজ তারকারাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে আসেন তাঁরা
বিজ্ঞাপন
পার্ক ও সংয়ের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর শোবিজ তারকা থেকে অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন। বিয়ের ছবিতে দেখা গেছে, বিয়ের সাজপোশাকে হাস্যোজ্জ্বল পার্ক উই হুইলচেয়ারে বসে আছেন। পাশে দাঁড়িয়ে আছেন সং জি ইউন
বিজ্ঞাপন
পার্ক উই একসময় ফুটবলার ছিলেন। এক দুর্ঘটনায় হাঁটাচলার সক্ষমতা হারানোর পর ফুটবল দুনিয়ার সঙ্গে ছেদ ঘটে। ২০১৯ সালে ইউটিউবিং শুরু করেন। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিরা তাঁর ভিডিও দেখে অনুপ্রাণিত হন