১৬ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ৪র্থ ‘সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র’ উৎসব শুরু হয়েছে। ৭৬টি দেশের ৩৫১টি চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যরা অনলাইনে দেখে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও বিভিন্ন শাখায় পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনলাইনে ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ বৃহস্পতিবার জুরি স্ক্রিনিং শেষ হবে।
গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর গেটে মেঘ ফাউন্ডেশনের অফিসে সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ আন্তর্জাতিক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আলোচনা করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক সায়ক মুখার্জি, সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য, চিত্র সমালোচক, লেখক, সাংবাদিক আবদুর রহমান, জুরি বোর্ডের সদস্য রিনাৎ সুলতানা ও জুরি বোর্ডের সদস্য চিত্রনাট্যকার শামীম হোসেন। সেমিনারটি সঞ্চালনা করেন তোহুরা আক্তার। সভাপতিত্ব করেন সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনজুরুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঋত্বিক কুমার ঘটক জন্মশতবর্ষ আন্তর্জাতিক সেমিনারে বক্তারা ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্রের নানা বিষয়ের নান্দনিক বিষয় নিয়ে আলোচনা করেন। ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্রে মানুষ ও দেশপ্রেম নিয়ে কথা বলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক সায়ক মুখার্জি। ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্রে বাস্তব জীবনে প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন সাংবাদিক আবদুর রহমান জাহাঙ্গীর ও চিত্রনাট্যকার শামীম হোসেন। সেমিনারে লিখিত প্রবন্ধ পাঠ করেন লেখিকা রিনাৎ সুলতানা। ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্রের নান্দনিক সৌন্দর্য ও আলোচনার বিষয়বস্তুর ওপর সভাপতির বক্তব্য রাখেন মনজুরুল ইসলাম মেঘ।
সিআইএফএফের প্রতিষ্ঠাতা ও উৎসবের পরিচালক মনজুরুল ইসলাম বলেন, ‘এশিয়ার অন্যতম প্রধান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদা অর্জন করেছে সিআইএফএফ। চতুর্থবার আমরা আয়োজন করছি এই উৎসব। নিরপেক্ষ জুরির বিচারের মাধ্যমে আমরা পুরস্কার প্রদান করি। আমাদের উৎসবে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র বিভিন্ন দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এর আগে। আমরা আমাদের সততা দিয়ে এই উৎসবকে বিশ্বে পরিচিত করাতে চাই। ৭৬টি দেশের ৩৫১টি সিনেমা নিয়ে এবারের এডিশন হচ্ছে।’
মনজুরুল আরও বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা তুলে ধরে সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এগিয়ে যাচ্ছে। এত বড় উৎসবের আয়োজন করলেও চলচ্চিত্র সেন্সর বাধ্যবাধ্যকতা থাকায় বাংলাদেশি দর্শকদের ভালো ভালো সিনেমা দেখার সুযোগ করে দিতে পারি না। সরকারি সহযোগিতা পেলে সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করতে ভূমিকা রাখবে।’
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সায়ক মুখার্জি বলেন, ‘নিরপেক্ষ ও মানসম্পন্ন চলচ্চিত্রকে পুরস্কৃত করার জন্য সিনেমা কিংয়ের মর্যাদা ও গুরুত্ব বেড়েই চলছে। ঋত্বিক ঘটককে নিয়ে আন্তর্জাতিক সেমিনারে বক্তা হিসেবে কথা বললাম, ঋত্বিক ঘটকের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন আমাদের জন্য সব সময় প্রাসঙ্গিক।’
জুরি বোর্ডের সদস্য আবদুর রহমান জাহাঙ্গীর বলেন, ‘সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেশের প্রতিনিধিত্ব করছে। ব্যক্তি উদ্যোগে শুরু হলেও এ উৎসব এখন বিশ্বব্যাপী সমাদৃত। জুরি বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন দেশের মানসম্পন্ন ভালো ভালো সিনেমা দেখলাম।’