
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘আলী’। গতকাল কানের মঞ্চে ফলাফল ঘোষণার পর থেকে পরিচালক আদনান আল রাজীব ভাসছেন প্রশংসায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতাকে অভিনন্দন জানাচ্ছেন তাঁর সহকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকেরা। এদিকে কানে প্রখ্যাত নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে ডিনারে দেখা হয় বাংলাদেশি নির্মাতার। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করে নিয়েছেন তিনি।