জাফর পানাহির সঙ্গে আদনান আল রাজীব। নির্মাতার ফেসবুক থেকে
জাফর পানাহির সঙ্গে আদনান আল রাজীব। নির্মাতার ফেসবুক থেকে

স্বর্ণপামজয়ী ইরানি নির্মাতার সঙ্গে আদনান, আরও যাঁদের সঙ্গে দেখা হলো

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘আলী’। গতকাল কানের মঞ্চে ফলাফল ঘোষণার পর থেকে পরিচালক আদনান আল রাজীব ভাসছেন প্রশংসায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতাকে অভিনন্দন জানাচ্ছেন তাঁর সহকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকেরা। এদিকে কানে প্রখ্যাত নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে ডিনারে দেখা হয় বাংলাদেশি নির্মাতার। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করে নিয়েছেন তিনি।

ছবি পোস্ট করে আদনান আল রাজীব লিখেছেন, ‘কান চলচ্চিত্র উৎসবে জয়ী হওয়ার কিছু বিশেষ প্রাপ্তি। যাঁদের প্রেরণা মানি, তাঁদের সঙ্গে ডিনার করার সুযোগ হয়, এমনকি তাঁরা হাসিমুখে তাকান, অভিবাদনও জানান।’ নির্মাতার ফেসবুক থেকে
এবার কানে স্বর্ণপাম জিতেছেন প্রখ্যাত ইরানি নির্মাতা জাফর পানাহি। তাঁর সঙ্গে ছবি পোস্ট করে আদনান লিখেছেন, ‘পানাহি আমার কথা শুনছেন। তিনিই ছিলেন আমার নির্মাতা হয়ে ওঠার প্রেরণা, সে কথাই বলছিলাম তাঁকে।’ নির্মাতার ফেসবুক থেকে
কানে স্বর্ণপামজয়ী প্রখ্যাত বেলজিয়ান নির্মাতা দারদেন ভাতৃদ্বয়ের সঙ্গেও দেখা হয় আদনানের। তাঁরা রাজীবের কাছে ‘আলী’ সিনেমা দেখার লিংক চেয়েছেন। নির্মাতার ফেসবুক থেকে
আদনানের সঙ্গে দেখা হয় নরওয়ের অভিনেত্রী রেনাতে রেইন্সভেরও। এবারের উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ পিজয়ী ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র অভিনেত্রী তিনি। সিনেমাটির নির্মাতা ইয়েকিম ত্রিয়ার। রেনাতে রেইন্সভের সঙ্গে ছবি পোস্ট করে বাংলাদেশি নির্মাতা লিখেছেন, ‘রেনাতে রেইন্সভে...ভালোবাসা। একদম খাঁটি, সিনেম্যাটিক ভালোবাসা।’ নির্মাতার ফেসবুক থেকে
আদনানের সঙ্গে দেখা হয়েছিল ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র নির্মাতা ইয়েকিম ত্রিয়ারের সঙ্গে। আদানান লিখেছেন, ‘ইয়েকিম ত্রিয়ার আমাকে চেনেন! আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমি এখন নিশ্চিন্তে মরতে পারি।’ নির্মাতার ফেসবুক থকে