দুর–ই–ফিশানকে হালের জনপ্রিয় পাকিস্তানি অভিনয়শিল্পীদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ভাইয়ের বিয়েতে শুভ্র সাজে দেখা গেল এই তারকাকে।
বিনোদন ডেস্ক
পাকিস্তানের এতিহ্যবাহী পোশাক ‘গারারা’ পরেছেন ফিশান, সাদা রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে রুপার গয়নায় নিজেকে সাজিয়েছেন তিনি
বিজ্ঞাপন
ফিশানের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে প্রায় আট লাখের মতো ‘রিঅ্যাক্ট’ পড়েছে। অনেকে লিখেছেন, ‘আপনাকে দারুণ লাগছে।’
বিজ্ঞাপন
এর মধ্যে শাড়িতেও দেখা গেছে তাঁকে। শাড়ি পরিহিত কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি
ছবিটি পোস্ট করে এই তারকা লিখেছেন, ‘ভাইয়ের বিয়েতে বোনের সাজ।’
চার বছরের ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফিশান। ‘দিলরুবা’, ‘ইশক মুরশিদ’সহ বেশ কয়েকটি সিনেমা–সিরিজে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি