রবার্ট প্যাটিনসন। এএফপি
রবার্ট প্যাটিনসন। এএফপি

বার্লিন উৎসবের লালগালিচায় তারার মেলা

চলছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নতুন সিনেমার প্রিমিয়ার উপলক্ষে উৎসবে হাজির হয়েছেন তারকারা। লালগালিচায় তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে উৎসব। কারা কারা এলেন? এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বার্লিন উৎসবের একঝলক—

ভালোবাসা দিবসে বার্লিন চলচ্চিত্র উৎসব জমিয়ে দিলেন তরুণ মার্কিন অভিনেতা টিমোথি শ্যালামে। জেমস ম্যানগোল্ডের ‘আ কমপ্লিট আননোন’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে উৎসবে হাজির হয়েছিলেন অভিনেতা। এদিন লালগালিচায় আলোকচিত্রীদের ছবির জন্য পোজ দেন, ভক্তদের খুশিমনে অটোগ্রাফ দেন শ্যালামে। ভালোবাসা দিবসে একজন তাঁকে লাল গোলাপ উপহার দেন, পরে ফুল নিয়েও পোজ দেন তিনি। এএফপি
অস্কারজয়ী কোরীয় নির্মাতা বং জুন–হোর ‘মিকি ১৭’ ছবিটিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। বার্লিনে অভিনেতা হাজির হয়েছেন ছবির প্রিমিয়ার উপলক্ষে। এএফপি
লালগালিচায় রবার্ট প্যাটিনসন, গতকাল বার্লিনে। এএফপি
বং জুন–হো ও রবার্ট প্যাটিনসন। এএফপি
‘ড্রিমস’ সিনেমার ফটোকলে মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। এএফপি
লালগালিচায় ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। এবারের উৎসবে সম্মানসূচক স্বর্ণভালুক পেয়েছেন তিনি। এএফপি
অটোগ্রাফশিকারিদের কবলে রবার্ট প্যাটিনসন। এএফপি
অটোগ্রাফশিকারিদের কবলে টিমোথি শ্যালামে। এএফপি
লালগালিচায় ফরাসি–ব্রিটিশ তারকা এমা ম্যাকি। উৎসবে তিনি হাজির ‘হট মিলক’ সিনেমা নিয়ে। এএফপি