
অনুরাগ বসুর নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সিনেমাটি মুক্তি উপলক্ষে এর অভিনয়শিল্পীরা এসেছিলেন নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে। সেখানে অন্য নানা প্রসঙ্গের সঙ্গে আলোচনায় উঠে আসে পড়াশোনার প্রসঙ্গও।
অনুষ্ঠানের এক পর্যায়ে কপিল সরাসরি সারা আলী খানকে জিজ্ঞাসা করেন, অভিনয়ের আগে তিনি কী করতেন? সারা বলেন, ‘আমি তখন পড়াশোনা করছিলাম। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অনেক কিছুই পড়েছি।’ তাঁর কথা শুনে ছবির আরেক অভিনেত্রী ফাতিমা সানা শেখ বলেন, ‘সারা সত্যিই শিক্ষিত মেয়ে। পড়াশোনায় খুব ভালো।’
কিন্তু নিজের প্রসঙ্গে বলতে গিয়ে ফাতিমা অকপটে স্বীকার করেন, ‘আমি তো দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য হওয়ার পর ড্রপআউট হয়ে যাই। তখন পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। দ্বাদশ শ্রেণিতে মাত্র ৫৫ শতাংশ নম্বর পেয়েছিলাম।’
এরপর মঞ্চে থাকা অনুপম খের হেসে বলেন, ‘আমি তো ৩৮ শতাংশ পেয়েছিলাম!’ কপিলও বলেন, ‘আমার নম্বর ছিল ৪৪ শতাংশ।’ অনুপম দর্শকের দিকে তাকিয়ে রসিকতা করে বলেন, ‘এই নম্বর নিয়েই কিন্তু আজ আমরা মঞ্চে বসে আছি!’
সারা আলী খান ঘুরতে পছন্দ করেন। প্রায়ই তাঁকে দেখা যায় পাহাড়ে ঘুরে বেড়াতে। সেই প্রসঙ্গে ধরে কপিল সারার উদ্দেশে মজা করে বলেন, ‘সারা পাহাড় এত পছন্দ করে যে শুটিং শেষ হলেই সে পাহাড়ে উঠে যায়। মনে হয় শুধু আমার শোর জন্যই নিচে নেমেছে। তুমি পাহাড়ে যাও নাকি স্বামীর জন্য প্রার্থনা করতে?’ সারা হেসে বলেন, ‘তাহলে তো ছেলেদের লাইন পড়ে যেত আমার জন্য।’
অনুরাগ বসুর কাজের স্টাইল নিয়েও হাস্যরসের সুযোগ হাতছাড়া করেননি কপিল। বলেন, ‘উনি শুটিংয়ের কয়েক মিনিট আগে চিত্রনাট্য দেন। আপনার প্রিন্টার কি কাজ করে না?’ জবাবে আদিত্য রায় কাপুর বলেন, ‘তাঁর সেটে কোনো চাপ থাকে না। কারণ, আপনি জানেনই না আপনি কী করছেন। খারাপ কাজ হলেও দোষটা পরিচালকের ঘাড়েই যায়।’
‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস