সৈয়দ আমিরুজ্জামান শাহের (ক.) ১২৯তম বার্ষিক ওরস চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার দরবার প্রাঙ্গণে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ওরশ শরিফে সারা দেশ থেকে লাখো ভক্ত যোগ দেন।
এ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, কাওয়ালি ও রাতে আখেরি মোনাজাত করা হয়।
দরবার শরীফ সূত্র জানায়, প্রতি বছর পয়লা মাঘ আমিরুজ্জামান শাহের (ক.) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-অনুরক্তদের সমাবেশ ঘটে।