Thank you for trying Sticky AMP!!

ক্যামেরায় বর্ষার দিন

ঋতুবদলের নিয়ম মেনে এসেছে আষাঢ়, বাংলার বর্ষা। মেঘের পরে মেঘ জমছে, আচমকা আঁধার হচ্ছে আলো। টাপুরটুপুর বৃষ্টিতে ঝাপসা হচ্ছে গাছপালা। ভরা নদীতে সুর তুলছে বৃষ্টির ছাট। চেনা এই বর্ষার রূপ ক্যামেরায় ধারণ করেছেন প্রথম আলোর আলোকচিত্রী কবির হোসেন।

বৃষ্টি এল মাঝনদীতে।
হাঁসেদের ছাতা নেই, বৃষ্টিতে ভেজার ভয়ও নেই!
বৃষ্টিমুখর দিনে প্রকৃতির সজীব হাসি।
বৃষ্টিভেজা কৃষ্ণচূড়া।
টিনের চালে বৃষ্টি মানে শহুরে অনেকের স্মৃতিকাতরতা।
জেলেনৌকার বৃষ্টিবিলাস।