Thank you for trying Sticky AMP!!

টাইব্রেকার

টাইব্রেকার

বিশ্বকাপে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে অমীমাংসিত নকআউট পর্যায়ের খেলাগুলো মীমাংসা করতে প্রচলন করা হয় টাইব্রেকারের। ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপে ফিফা প্রথমবারের মতো টাইব্রেকারের প্রচলন ঘটালেও বিশ্বকাপ ইতিহাসে টাইব্রেকার বা পেনাল্টি শুটআউটের মাধ্যমে ফল নির্ধারিত হয় ১৯৮২-এর স্পেন বিশ্বকাপে। সেবার পশ্চিম জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনাল খেলাটিই বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া প্রথম খেলা। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটে ৩-৩ গোলে অমীমাংসিত খেলাটিতে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয়ী হয় পশ্চিম জার্মানি। এই খেলাটিকে বিশ্বকাপের সর্বকালের সবচেয়ে ধ্রুপদি ম্যাচ হিসেবেও অভিহিত করা হয়। 
ওয়েবসাইট অবলম্বনে নাইর ইকবাল