টি আর শার্টে ঈদ

পাঞ্জাবির পাশাপাশি নতুন শার্ট বা টি–শার্টও চাই তরুণদের। মডেল: আয়াজ, সাকিব ও মোনজের, পোশাক: আর্টিস্টি ও ব্যাং, ছবি: সুমন ইউসুফ
পাঞ্জাবির পাশাপাশি নতুন শার্ট বা টি–শার্টও চাই তরুণদের। মডেল: আয়াজ, সাকিব ও মোনজের, পোশাক: আর্টিস্টি ও ব্যাং, ছবি: সুমন ইউসুফ

সকালে তো পাঞ্জাবি পরা হলো। দুপুর বা বিকেলে কোনটা পরবেন? শার্ট নাকি টি-শার্ট? মেয়েদের বেলায় বেলায় পোশাক বদলানো নিয়ে রসিকতা চললেও ছেলেরাও কিন্তু কম যায় না। দুপুরের আড্ডায় হয়তো একটা টি-শার্ট পরেই শুরু হলো তাদের পোশাকের বদলটা। বিকেলটা পেরিয়ে রাতে আবার ফরমাল পোশাক। আর ঈদের পরেও অফিস কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয় খুললে নতুন একটা শার্ট বা টি–শার্ট পরে যেতে চান অনেকেই।
অনেক ফ্যাশন হাউস এবার ঈদের জন্য আলাদাভাবে গুরুত্ব দিয়েই করেছে তরুণদের জন্য শার্ট বা টি-শার্ট। ফ্যাশন হাউস কে ক্র্যাফট এবার আলাদা করে চালু করেছে ইয়াং কে নামে তরুণদের জন্য নতুন ব্র্যান্ড। এর স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান বলেন, ‘এবার আলাদা করেই তরুণদের কথা ভেবে যন্ত্রে তৈরি কাপড় দিয়ে সাজিয়েছি ইয়াং কে। আর তরুণদের চাহিদামতোই এখানে ক্যাজুয়াল শার্ট, পোলো টি-শার্ট, ডেনিম বা টুইলের প্যান্ট এনেছি। প্রাচ্যের সঙ্গে এখানে পাশ্চাত্যের স্টাইলের মিশেল ঘটিয়ে করা হয়েছে পোশাকের কাট ও নকশা।’

তরুণদের পোশাকে শার্ট, টি-শার্টের চাহিদা যে একটা বড় জায়গা দখল করে আছে, সেটা ফ্যাশন হাউসগুলোতে ঘুরলেই চোখে পড়বে। আর তাই শার্ট বা টি-শার্টের নকশা থেকে কাপড়—সবটা নিয়েই ভাবতে হচ্ছে ফ্যাশন হাউসগুলোকে। এবার ঈদে ট্রেন্ড কী, এসব পোশাকে আন্তর্জাতিকভাবে কোন রংগুলোই বা চলছে এবার। জানতে চাইলে ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস বলেন, ‘চেক বা স্ট্রাইপের পাশাপাশি এবার প্রিন্টের শার্টের চল বেড়েছে। আবহাওয়ার কারণে কিছুটা হালকা রংই প্রাধান্য দেওয়া হয়েছে।’
কাপড়ের ক্ষেত্রে সুতিকেই বেশি প্রাধান্য দিয়েছে ফ্যাশন হাউসগুলো। আর এসব পোশাকের কাটে ও নকশায় বৈচিত্র্য আনা হয়েছে, বিশেষ করে কলার, হাতার নিচে, বোতাম, প্লিটে বা পকেটের ওপর। ফ্যাশন হাউস আর্টিস্টির ডিজাইন দলের পক্ষ থেকে জানানো হলো, এবার ঈদে কিছুটা বড় চেকের চল দেখা যাচ্ছে।
শার্ট বা টি-শার্টে এক রং এবারও চলছে। তবে সেখানেও মিলবে বৈচিত্র্য। ফ্যাশন হাউস ব্যাংয়ের স্বত্বাধিকারী ও ডিজাইনার সায়েম হাসান বলেন, ‘কুল ডাই করা শার্ট বা টি-শার্ট এবার তরুণদের চাহিদায় রয়েছে ওপরের দিকে। এক রঙের কাপড়ে কুল ডাইয়ের কারণে সেই রঙেই হালকা ও গাঢ় ছোপ পড়ে। ফলে দেখতেও ভিন্ন রকম মনে হবে।’
গরমে ঈদ তাতে কী, আপনি চাইলে এবার সোয়েটার পরেই বাইরে বেরোতে পারেন! অবাক হওয়ার কিচ্ছু নেই। এটা সামার সোয়েটার। অন্য পোশাকের চেয়ে আরামের ঘাটতি হবে না একটুও। গোল গলার টি-শার্টে এবার অল ওভার প্রিন্ট করা হয়েছে। টি-শার্টে ভি গলার চলও এবার বেড়েছে। ক্যাজুয়াল শার্টের পকেট, কলার বা হাতার নিচের অংশে ভিন্ন কাপড়ের সংযুক্তিতে দারুণ দেখাচ্ছে সেগুলো। অনেকে সামনের দিকে একটা ফলস পকেট দিয়ে সেখানেই নকশা করেছেন। হাফ বা ফুলহাতার বাইরে এবার থ্রি কোয়ার্টার হাতার শার্ট পাবেন বাজারে।

ফ্যাশন হাউস ইজির পরিচালক তৌহিদ চৌধুরী বলেন, ‘সুতি ও লিনেন কাপড়ের শার্ট বা টি-শার্ট এবার বেশি চলছে। ক্রেতারাও গরমের কথা ভেবেই বেছে নিচ্ছেন এমন কাপড়। রঙের ক্ষেত্রে গোলাপি, নীল, সাদা, লেবু, হলুদ, কমলা, ছাই বা সবুজ চলছে।’ আর প্যান্টের ক্ষেত্রে জিনসের প্যান্টই দখল করে আছে বড়সড় জায়গা। এর পাশাপাশি ক্যাজুয়াল লুকের গ্যাবার্ডিন প্যান্ট থাকছে। চেইন ছাড়াও
এবার নানা ধরনের বোতাম দেখা যাচ্ছে প্যান্টের সামনের দিকে।
দরদাম
টি-শার্ট পাওয়া যাবে গোল গলা হলে ২৮০ থেকে ৭০০ টাকায়, পোলো টি-শার্ট (কলার যুক্ত) হলে ৩৫০ থেকে ১ হাজার ২০০ টাকায়, ক্যাজুয়াল শার্ট মিলবে ৬০০ থেকে ৩ হাজার টাকায়, আর ফরমাল শার্ট পাবেন ২ হাজার ৫০০ টাকার মধ্যে। প্যান্টের দাম পড়বে ৬০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।
যেখানে পাবেন
আর্টিস্টি, ব্যাং, ক্যাটস আই, জেন্টল পার্ক, মেনজ ক্লাব, ওটু, ফ্রিল্যান্ড, ইয়েলো, টেক্সমার্ট, ইজি, রিচম্যান, লা রিভ, দেশী দশ, আড়ং, যাত্রাসহ বিভিন্ন শোরুমে। এ ছাড়া যেকোনো শপিংমলে গেলেই কিনতে পারবেন শার্ট, প্যান্ট।