যে দিন প্রথম বলেছিলে ভালোবাসি, সরল মনে বিশ্বাস করেছিলাম। বলেছিলে তোমায় ছেড়ে যাব না তা-ও বিশ্বাস করেছিলাম। একটুখানি বকা দিলে রাগ করে বলতে, বকছ কেন? তখন আমি আদর না করলে তোমার রাগ কমত না। বলেছিলে, তোমাকে না দেখে এক দিনও থাকতে পারব না। আমিও তোমাকে কথা দিয়েছিলাম, একসঙ্গে থাকব।
কিন্তু সময়ের সঙ্গে কেমন ভুলে গেলাম। যে দিন তোমাকে শেষবার দেখে ফিরছিলাম, তুমি টুঁ শব্দটি করোনি। আসলে তুমি কথা রেখেছ, আমিই পারিনি। না হলে এত দিনে তোমার কাছে চলে যেতাম।
আরিয়ান
হবিগঞ্জ।