
নতুন অফিস মানেই নতুন সহকর্মী। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া বেশ কঠিন একটি চ্যালেঞ্জ বলা যায়। একদিকে যেমন কাজে দক্ষতা প্রমাণের প্রচেষ্টা থাকে, আবার নতুন অফিসের পরিবেশ ও নিয়মকানুন-সংস্কৃতি নিয়ে অনেক অজানা প্রশ্ন আমাদের সামনে হাজির হয়। নতুন কর্মক্ষেত্রে নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নিতে পারলেই কাজের দিকে পরিপূর্ণ মনোযোগ দেওয়া যায়।
মানবসম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সিলভীয়া পারভীন নতুন অফিসে নিজেকে মানিয়ে নেওয়াকে কাজের অংশ বলে মনে করেন। তিনি বলেন, ‘যেকোনো বয়সের মানুষের জন্যই নতুন অফিস বা কর্মক্ষেত্র নিয়ে কিছুটা দ্বিধা বা প্রশ্ন দেখা যায়। নিজেকে নতুন করে শেখার সুযোগ দিয়ে নতুন অফিসে যেকোনো পরিস্থিতিতে যেকোনো সময়েই নিজেকে মানিয়ে নেওয়া যায়।’ নতুন কাজে যেভাবে নিজেকে মানিয়ে চলবেন, তা নিয়ে পরামর্শ দিচ্ছেন মানবসম্পদ বিশেষজ্ঞ সিলভীয়া পারভীন।