অনুষঙ্গ

বেল্টে বৈচিত্র্য

পরিবেশ বুঝে পোশাকের সঙ্গে বেল্ট বেছে নিন। মডেল: জিম, বেল্ট ও পোশাক: সেইলর
পরিবেশ বুঝে পোশাকের সঙ্গে বেল্ট বেছে নিন। মডেল: জিম, বেল্ট ও পোশাক: সেইলর

প্যান্টের সঙ্গে বেল্ট ছাড়া কি ছেলেদের ফ্যাশন ভাবা যায়? এই কোমরবন্ধনী ছেলেদের পোশাকআশাকে দরকারি এক অনুষঙ্গও বটে। যেনতেন বেল্ট পরলে পুরো সাজপোশাকই মাঠে মারা যেতে পারে। এ জন্য এখনকার ছেলেরা বেছে বেছে বেল্ট কেনেন। আবার পোশাক কিংবা অনুষ্ঠান বুঝে বেল্ট পরেন। যেমনটা করেন অভিনেতা সজলও। তিনি বলছিলেন, ‘বেল্টের ব্যাপারে আমি খুব সচেতন। চওড়া নয়, এমন বেল্টই পরি। আর ধরনটা হতে হবে ক্যাজুয়ালই।’ শুধু কি কম চওড়া ও ক্যাজুয়াল হলেই হলো? তা নয়। সজল বলেন, ‘বিভিন্ন নকশার কালো, বাদামি, স্কিন ও ছাই—এই চার রঙের বেল্ট পরি।’ এও জানিয়ে রাখলেন, ভারসাসি ব্র্যান্ডের বেল্ট তাঁর প্রিয়।
সজল মনে করেন, পোশাকের ধরনের ওপর নির্ভর করে কোন ধরনের বেল্ট পরবেন। যেমন সাদা শার্টে কালো বেল্ট যেতে পারে। আবার জুতার রঙের সঙ্গে মিলিয়েও পরা যায়।

এখানকার তরুণেরা কেমন বেল্ট বেছে নিচ্ছেন? ফ্যাশন হাউস সেইলরের ব্র্যান্ড এবং বাজার বিশ্লেষণ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সাইদউজজামান বলেন, ‘ভারী বকলেসের ক্যাজুয়াল বেল্টের প্রতি আজকালকার তরুণদের আগ্রহ বেশি। আর রঙের ক্ষেত্রে গাঢ় বাদামি ও মেরুন রং বেছে নিচ্ছেন।’ একটু বয়স্ক ব্যক্তিদের বেলায় ব্যাপারটা একটু ভিন্ন। তাঁরা আসল চামড়া ও কালো রঙের বেল্ট খোঁজেন।
বাজারে হালকা ছিমছাম বেল্ট যেমন মিলবে, পাওয়া যাবে ভারী জমকালো বেল্টও। চামড়ার বেল্টের সঙ্গে কাপড়, সিনথেটিক বেল্টও রয়েছে। ফরমাল বেল্টের নকশায় খুব একটা বৈচিত্র্য না থাকলেও ক্যাজুয়াল বেল্টের বকলেসে স্টিলের রিং, পুঁতি, বোতাম, পাথরসহ নানা রকমের মেটাল বসিয়ে বাহারি নকশা করা হয়েছে। এ ছাড়া চামড়ায়ও রয়েছে নকশা।

রঙের বাহার
নকশার সঙ্গে রঙেরও বাহার আছে। কালো, বাদামি, স্কিন, ছাই, লাল, মেরুন, হলুদ, সবুজসহ নানা রঙের বেল্টের ছড়াছড়ি বাজারে।
কোথায় কেমন বেল্ট: বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের বেল্ট রয়েছে। কিছু ফ্যাশন হাউসের নিজস্ব বেল্টও পাওয়া যায়। ঢাকার এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, গুলিস্তান, বঙ্গবাজারে বেল্টের পসরা অনেক বেশি।

চামড়া, কৃত্রিম চামড়া, রেক্সিন, কাপড়সহ নানা উপাদানে বেল্ট পাওয়া যায় দেশের বাজারে। ৫০-৬০ থেকে শুরু করে প্রায় হাজার টাকা দামেরও বেল্ট রয়েছে এখানে। নিউমার্কেট থেকে বেল্ট কেনার বড় সুবিধা হলো বকলেস পছন্দ এক বেল্টের আর চামড়া পছন্দ অন্য কোনো বেল্টের। সে ক্ষেত্রে আপনার পছন্দসই বকলেসের সঙ্গে চামড়া অংশটি লাগিয়ে নিতে পারবেন।