Thank you for trying Sticky AMP!!

বয়স ত্রিশের আগেই যে ৩০টি কাজ করবেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক অনলাইন ম্যাগাজিন গ্রো বিজ মাইন্ডসেট তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। সম্প্রতি তাঁরা ৩০টি কাজের তালিকা দিয়েছে, যেগুলো ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই করে ফেলা উচিত বলে এই ম্যাগাজিনের বিশেষজ্ঞরা মনে করেন। মিলিয়ে নিন, এই ৩০টি কাজের মধ্যে আপনি কতগুলো করেছেন।

১. সঞ্চয়। বিশেষ করে জরুরি অবস্থার জন্য সঞ্চয়ের কোনো বিকল্প নেই। কোভিড এসে সেই সত্য আমাদের আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে।
২. প্রতিদিন ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা। অন্তত ৪০ মিনিট জোরে হাঁটা বা ৩০ মিনিট সাইকেল চালানো অথবা সপ্তাহে দুই দিন সাঁতার কাটা।
৩. বছরে অন্তত ১০টি বই পড়ার অভ্যাস করা।
৪. একটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকা।
৫. নিজের সব খরচ নিজে বহন করতে পারা।
৬. অন্তত দুজন সত্যিকারের বন্ধু থাকা।
৭. স্বাস্থ্যকর খাবার খাওয়া।
৮. তিন মাসে একবার নিজেকে উপহার দেওয়া।
৯. বড় কিছু কেনাকাটা করার জন্য অর্থ জমানো বা অর্থ জমিয়ে মাঝেমধ্যে বড় কিছু করে ফেলা বা কিনে ফেলা। যেমন ছয় মাস অর্থ জমিয়ে নিজের পছন্দের ল্যাপটপ কেনা বা বিদেশ থেকে ঘুরে আসা।
১০. ঝুঁকি নেওয়া।

১১. কোডিং শেখা।
১২. ব্যর্থতাকে মেনে নিয়ে ভুল শুধরে এগিয়ে যাওয়া।
১৩. অনলাইন ব্যবসা বা ব্লগ খুলে ফেলা।
১৪. সম্পর্কে জড়ানো, চাইলে ৩০–এর মধ্যে বিয়ে করে থিতুও হতে পারেন। তবে একটা সম্পর্কে থাকা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো।
১৫. অন্তত স্নাতক সম্পন্ন করা। চাইলে উচ্চতর লেখাপড়া চালিয়ে যেতে পারেন বা অন্য কিছুও করতে পারেন।
১৬. সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা।
১৭. ‘স্টুডেন্ট লোন’ শোধ করে ফেলা। যদিও এই পয়েন্টটি আমাদের দেশের জন্য অতটা প্রযোজ্য নয়।
১৮. মাতৃভাষা ও আন্তর্জাতিক ভাষার বাইরে তৃতীয় আরেকটি ভাষা শেখা।
১৯. নিজের উপলব্ধি ছড়িয়ে দেওয়া।
২০. সামাজিক, মানবিক কাজে নিজেকে যুক্ত করা।

২১. সময়ের মূল্যায়ন করা।
২২. সম্পর্ক ভেঙে গেলে নিজেকে সামাল দিতে পারা।
২৩. রান্না করতে শেখা।
২৪. নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করা।
২৫. আপনি জীবনে কী করতে চান, সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া।
২৬. অন্তত পাঁচটি দেশে নিজের পায়ের ছাপ রাখা।
২৭. নিজের ‘পাবলিকেশন’ থাকা বা গবেষণা প্রকাশিত হওয়া।
২৮. ড্রাইভিং লাইসেন্স থাকা।
২৯. মাসে অন্তত ১০ হাজার টাকা জমানো।
৩০. নিজের প্রথম বাড়ি বা গাড়ি কেনা। যদিও এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কঠিন।

Also Read: সফলতার ৫ গোপন রহস্য

Also Read: গাছপালা থেকেই মাছ–মাংস

Also Read: সোনায় মোড়া এমিরেটস প্যালেসে থাকার খরচ কত?