Thank you for trying Sticky AMP!!

ভেজার ফল

আঁকা: খন্দকার উম্মে হাবিবা ষষ্ঠ শ্রেণি, সরকারি মডেল গার্লস হাইস্কুল, ব্রাহ্মণবাড়িয়া

আমার দিদুন (দাদি) সব সময় বাংলা মাস গোনেন। যেদিন তিনি বললেন আজ আষাঢ়ের ৮ তারিখ, সেদিন নামল ঝমঝমিয়ে বৃষ্টি। ইশ্! কী ঠান্ডা হাওয়া বইল চারপাশে। আর মা রাঁধল গরম গরম খিচুড়ি, ইলিশ, সঙ্গে আচার। 

সেদিন আমি আর আমার দিদিভাই খাওয়াদাওয়ার পর বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। হঠাৎ আরও ঝমঝম করে বৃষ্টি নামল। আমি হঠাৎ কী মনে করে বৃষ্টির জল হাতে জমালাম। 

যে–ই না দিদিভাই অন্যমনস্ক হলো, ওমনি দিলাম ভিজিয়ে। দিদিভাইও আমাকে দিল পাল্টা উপহার। কখন যে বৃষ্টির জল হাতে জমিয়ে রেখেছিল বুঝতেই পারিনি। আমি আবার দিদিভাইকে ভিজিয়ে দিলাম, তারপর দিদিভাই, আবার আমি, আবার দিদিভাই…এভাবে চলতে থাকল। পরদিন হলো আসল মজা! আমাদের দুজনেরই লাগল ভীষণ রকমের ঠান্ডা। তারপর বাসায় সে কী তুলকালাম কাণ্ড!

প্রিয়ন্তী পাল

ষষ্ঠ শ্রেণি, হলি ক্রস গার্লস হাইস্কুল, ঢাকা