Thank you for trying Sticky AMP!!

যে কারণে আজ রঙিন টেলিভিশন দিবস

দিনটি ১৯৫১ সালের ২৫ জুন। সময় বিকেল ৪টা ৩৫ মিনিট। নিউইয়র্কের সিবিএস টেলিভিশন স্টুডিও থেকে সম্প্রচারিত হলো এক বিচিত্রানুষ্ঠান। ‘প্রিমিয়ার’ শিরোনামের এই অনুষ্ঠান বিনোদনজগতের মোড় ঘুরিয়ে দিল। ইতিহাসের প্রথম রঙিন টেলিভিশন অনুষ্ঠান দেখল মানুষ।

আজ ২৫ জুন, রঙিন টেলিভিশন দিবস

সে সময় অধিকাংশ মানুষের ঘরে রঙিন টিভি ছিল না। ফলে অনেকেই অনুষ্ঠানটির গুরুত্ব বুঝে উঠতে পারেনি। কিন্তু প্রিমিয়ার থেকে উৎসাহিত হয়ে অন্যান্য অনুষ্ঠানও যখন রঙিন হয়ে প্রচারিত হতে লাগল, তখন হু হু করে বেড়ে গেল রঙিন টিভির জনপ্রিয়তা। বেড়ে গেল বিক্রিবাট্টা। তবে বিশ্বজুড়ে সাদাকালোর জায়গা দখল করতে রঙিন টিভিকে অপেক্ষা করতে হয়েছে অনেক বছর। আশির দশকে এসে পুরোপুরি রাজত্ব আসে রঙিন টিভির দখলে। এরপর তো দূরদর্শনে কত পরিবর্তন এসেছে।

আজ ২৫ জুন। রঙিন টেলিভিশন দিবস। ইতিহাসের প্রথম রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচারের দিনটিকে স্মরণ করতে দিবসটি পালিত হয়। তবে কবে কীভাবে এর যাত্রা শুরু, সেই গল্পটা জানা যায় না।

আজকের দিনটি নানাভাবেই পালন করা যেতে পারে। জীবনের প্রথম রঙিন টিভি দেখার অভিজ্ঞতা বা বাসার প্রথম রঙিন টিভি কেনার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করতে পারেন বন্ধুদের সঙ্গে। কিংবা একটু সময় বের করে প্রিয় একটা অনুষ্ঠান দেখে নিতে পারেন রঙিন টিভির পর্দায়।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে