পাঠক রস

লিংক

ভার্চুয়াল জীবনের প্রভাব আমাদের বাস্তব জীবনেও পড়ছে। ভার্চুয়াল লাইফে লিংক খুঁজতে খুঁজতে বাস্তব জীবনেও লিংক খোঁজা আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে। সবকিছুতে লিংক চাই। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমাদের অবস্থা যেমন হতে পারে—

পরীক্ষার ফল প্রকাশের পর
দোস্ত, তুই ইংরেজিতে ফেল করসস!
আমি করব ইংরেজিতে ফেল? ইটস আনপসিবল! লিংক্ক প্লিজ!

বাবা তাঁর ফেসবুকাসক্ত ছেলেকে
বাবা রে, ফেসবুকের বাইরেও একটা
জীবন আছে!
কী বলছ বাবা! সত্যি? আচ্ছা লিংকটা ফেসবুকে শেয়ার দিয়ো তো, দেখব!

শিক্ষক তাঁর ছাত্রকে
বল্টু, তোমার হোমওয়ার্ক কোথায়?
এই যে স্যার, এই লিংকে গেলেই পাবেন।
লিংক তো কাজ করছে না, এরোর ৪০৪ নট ফাউন্ড!

প্রার্থী ভোটারের কাছে
আসসালামু আলাইকুম, চাচা। আমার জন্য দোয়া করবেন। আর এই লিংকে গিয়ে ভোটটা দিয়ে আসবেন, কেমন?
লিংকে আবার ভাইরাস নাই তো?