বলিউডে প্রথম সারির তারকার একমাত্র কন্যা। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। অনেকেই ভেবেছেন, আমিরকন্যা ইরা হয়তো বলিউডেই ক্যারিয়ার গড়বেন। কিন্তু বলিউড তাঁকে কোনো দিনই টানেনি। বরং একটা ছিমছাম, সুন্দর জীবনই ছিল তাঁর একান্ত কাম্য। ২৮ বছরের জীবনে মা–বাবার বিচ্ছেদ, অসুখ, যৌন নিপীড়নের শিকার হওয়া, বিচ্ছেদ—একের পর এক আঘাতে পর্যুদস্ত ইরার জীবন। তবে বারবার ভেঙেচুড়ে পড়ে যাওয়ার পরও দ্বিগুণ উদ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টাও চলছে অবিরাম। নানা রকম ট্রমাকে সঙ্গী করে এগিয়ে চলেছেন বলিউডের অন্য রকম এক স্টার কিড ইরা খান।

সূত্র: পিঙ্কভিলা