
নভেম্বর মাসে বৃষ্টি! আজ সকালে ঘুম থেকে উঠেই মনটা কেমন আনমনা হয়ে গেল। আচ্ছা, সারা দিনের শিডিউল লন্ডভন্ড করে আনমনে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে এমন অকারণ বিরহ কি আপনাকেও গ্রাস করে? অবশ্য শীত নামিয়ে আনা নভেম্বর মাসের হালকা বৃষ্টি কিন্তু অনেকেরই পছন্দ। জলবায়ুর ব্যাপক পরিবর্তনের কারণে আমাদের দেশের বারো মাসের বেশির ভাগ সময়ই এখন গরম থাকে। এ কারণে ‘নভেম্বরের বৃষ্টি’কে অনেকেই শীতের আগমনী হিসেবে ধরে নেন! পুরোদমে লেপ-কম্বলের শীত না আসুক, কম স্পিডে ফ্যান আর গায়ে পাতলা কাঁথা জড়িয়ে ঘুমানোটা কিন্তু বাঙালির অসম্ভব প্রিয়! আর তার সঙ্গে যদি থাকে শীতের দিনের গরম-গরম চা-নাশতা, খিচুড়ি। আর অথবা শীতকে স্বাগত জানানো মা-খালাদের পিঠা হলে তো কথাই নেই!
এ সময় হঠাৎ আপনারও হয়তোবা মনে পড়ে যেতে পারে ‘নভেম্বর রেইন’–এর কথা। প্রেমিকার রহস্যময় মৃত্যু, শোক এবং ভালোবাসার অপূর্ণতা এই গানের পরতে পরতে পাওয়া যায়। মনে হয়, এসব বোধ হয় আমাদেরই ব্যর্থ প্রেমের অব্যক্ত মনের কথা। ১৯৯২ সালে রক ব্যান্ড ‘গানস অ্যান্ড রোজেস’ সাড়াজাগানো এই গান প্রথম প্রকাশ করে। প্রচলিত হার্ড রক ধরনের গান থেকে বেরিয়ে মেটাল এবং ক্ল্যাসিক রকের মিশেলে রচনা করা হয় এই কালজয়ী গান। চমকপ্রদ রহস্য এবং বিরহে ঘেরা ভিডিওসহ এ গান, নব্বই দশকের প্রথম ‘রক অ্যান্ড রোল’ গান হিসেবে ইউটিউবে এক বিলিয়নের বেশি ভিউ পায়।
এমন বৃষ্টির দিনে আয়েশ শেষে অবশ্য কর্মস্থলে যাওয়ার পালায় কিছুটা বিভ্রান্তি হতে পারে একটা বিষয় নিয়ে—‘ছাতা নিব, নাকি নিব না!’ নভেম্বর রেইন গানের তালে তালে দিন শুরু করলেও ভুলে যাবেন না বাংলাদেশের এই বৃষ্টি আবার কিছুটা ঠান্ডা-কাশির কারণও হতে পারে।
শরীর সায় দিলে হালকা বৃষ্টি হয়তো স্পর্শ করেই দেখলেন। রাস্তায় ধারে টঙের দোকানে ধোঁয়া ওঠা চায়ের কাপের সঙ্গে বা কফিশপের গমগমে পরিবেশের আড়ালে পরিচ্ছন্ন জানালায় তাকিয়ে কিছুটা দুঃখবিলাস করেই হোক বা শীতকে নিমন্ত্রণ জানিয়েই হোক, আপনার দিন আজ শুভ কাটুক!