ভারতে দর্শকসংখ্যায় রেকর্ড গড়া কনসার্ট করে কত টাকা পেল কোল্ডপ্লে

ভারতের মুম্বাইয়ে ১৮, ১৯, ২১ এবং আহমেদাবাদে ২৫ ও ২৬ জানুয়ারি মোট পাঁচটি কনসার্ট করল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। প্রতিটি শো ছিল লোকে লোকারণ্য। তবে একটিতে দর্শকসংখ্যায় রেকর্ড গড়েছে তারা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ভারতে গত বছরের অক্টোবরে বড় কনসার্ট করেছেন দিলজিৎ, এর আগে ২০১৭ সালে গেয়েছেন জাস্টিন বিবার। এই দুই কনসার্টকেও দর্শক উপস্থিতির হিসাবে পেছনে ফেলেছে কোল্ডেপ্লের এই শো।
ভারতের প্রজাতন্ত্র দিবসে ২৬ জানুয়ারি আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শো করে ভারত অধ্যায় শেষ করে কোল্ডপ্লে। যেখানে ১ লাখ ৩৪ হাজার মানুষ কনসার্টটি উপভোগ করেছেন
দিলজিৎ ও জাস্টিন বিবারের শোতে ভারতে সর্বোচ্চ ৫০ হাজার করে দর্শকের রেকর্ড ছিল
ভারতের মাটিতে কোনো কনসার্টে এত দর্শক এর আগে দেখা যায়নি বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে কোল্ডপ্লের কনসার্ট উপলক্ষে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করতে নির্দেশ দিয়েছিলেন
শোনা যাচ্ছে, এই কনসার্টগুলো থেকে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে মোট ৫০ মিলিয়ন ডলার আয় করেছে
লিড ভোকাল ক্রিস মার্টিনের নেতৃত্বে কোল্ডপ্লে এখন ‘মিউজিক অব দ্য স্ফিয়ারস’ নামে ওয়ার্ল্ড ট্যুরে আছে। তারই অংশ হিসেবে ব্যান্ডটি এসেছিল ভারতে