সারা দেশ থেকে নির্বাচিত তরুণেরা কর্মসূচিতে অংশ নিয়েছেন
সারা দেশ থেকে নির্বাচিত তরুণেরা কর্মসূচিতে অংশ নিয়েছেন

প্রথম আলো কার্যালয়ে পরিবেশবাদী তরুণের দল

তরুণদের জন্য তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছিল পরিবেশবাদী সংস্থা দ্য আর্থ। সারা দেশ থেকে নির্বাচিত তরুণেরা কর্মসূচিতে অংশ নিয়েছেন, যাঁদের প্রত্যেকেই কোনো না কোনো পরিবেশ রক্ষার কার্যক্রমের সঙ্গে জড়িত।
এই কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীরা এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। কীভাবে পরিবেশ সম্পর্কে মানুষকে আরও সচেতন করা যায়, কীভাবে দেশের আনাচকানাচের পরিবেশবাদী উদ্যোগগুলোর খবর সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, এ প্রসঙ্গে এক প্রাণবন্ত আলোচনায় অংশ নিয়েছেন তাঁরা।

ব্রিটিশ হাইকমিশন ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই প্রশিক্ষণে বেশ কয়েকটি পরিবেশবাদী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট তরুণেরা উপস্থিত ছিলেন। যেমন রংমহল ফর ইয়ুথ, ইকো রেভল্যুশন, মিশন গ্রীন বাংলাদেশ ইত্যাদি।
খুলনার বাগেরহাট থেকে আসা কয়েকজন তরুণের প্রশ্ন ছিল—দেশের যেসব অঞ্চলের পানি লবণাক্ত, সেখানকার মানুষ কীভাবে ফসল উৎপাদন করতে পারে, তা নিয়ে প্রথম আলো কোনো প্রতিবেদন করছে কি না। প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য নেওয়া ছোট ছোট উদ্যোগের কথা কীভাবে দেশব্যাপী পৌঁছে দেওয়া যায়, তা জানার আগ্রহও ছিল কারও কারও। সরকার ও করপোরেট প্রতিষ্ঠানগুলো যেন জবাবদিহির মধ্যে থাকে, সে জন্য পরিবেশ নিয়ে আরও বেশি বেশি প্রতিবেদন তৈরির পরামর্শ দিয়েছেন আলোচনায় অংশ নেওয়া তরুণেরা।

বেশ কয়েকটি পরিবেশবাদী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট তরুণেরা এ আয়োজনে উপস্থিত ছিলেন

প্রথম আলোর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী সম্পাদক সুমনা শারমীন, সহকারী বার্তা সম্পাদক পার্থ শংকর সাহা, মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজওয়াজ খান, জলবায়ু প্রকল্প ব্যবস্থাপক খলিলউল্লাহ্, জলবায়ু প্রকল্পের যোগাযোগ সমন্বয়কারী মাইদুল ইসলাম, জ্যেষ্ঠ সহসম্পাদক মো. সাইফুল্লাহ ও আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন।

প্রথম আলোর জলবায়ু প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তরুণদের অবহিত করেন খলিলউল্লাহ্। তিনি বলেন, ‘জলবায়ু ও পরিবেশসংক্রান্ত কোনো না কোনো খবর প্রতিদিনই প্রথম আলোয় প্রকাশিত হচ্ছে। তবে জলবায়ু প্রকল্পের অধীনে আমরা বড় পরিসরে অনুসন্ধানী প্রতিবেদন করছি। গত এক বছরে এ রকম ২৫টি প্রতিবেদন ছাপা হয়েছে। এই বিশেষ প্রতিবেদনগুলো সাধারণত প্রতি বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত হয়।’
দ্য আর্থের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা শাকিলা সাত্তার, প্রোগ্রাম অ্যান্ড পার্টনারশিপ ডেভেলপমেন্টের প্রধান মো. মোসলেহ উদ্দিন ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার নেফেরতুম মোর্শেদা।