ড্যাফোডিলে স্নাতকোত্তর ডিগ্রির নানা সুযোগ, দেখুন একনজরে

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্থায়ী ক্যাম্পাস। মাস্টার্স ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার নানা সুযোগ আছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্থায়ী ক্যাম্পাস
ছবি: ড‍্যাফোডিলের সৌজন‍্যে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

প্রকৌশল

ড্যাফোডিলে এমবিএ করার সময় আমি যে শিক্ষা অর্জন করেছি, তা কর্মজীবনে অনেক কাজে এসেছে। এখানকার শিক্ষকেরা খুবই যত্নশীল, নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ। ড্যাফোডিলের গলফ কোর্সসহ সবুজ ও প্রশস্ত স্থায়ী ক্যাম্পাস আমাকে আকর্ষণ করে বারবার।
মেজর (অব.) খালেদ সাইফুল্লাহ , সাবেক সভাপতি, ডিআইইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ব্যবসায় প্রশাসন

  • এমবিএ (রেগুলার)

  • ইএমবিএ (এক্সিকিউটিভ)

  • (২৪টি বিষয় থেকে মেজর বেছে নেওয়ার সুযোগ)

মানবিক ও সমাজবিজ্ঞান

ডিআইইউ আমার প্রাথমিক ক্যারিয়ারের বিকাশের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সাহায্য করেছিল। ক্যারিয়ারজুড়ে আমি টেলিযোগাযোগ, সফটওয়্যার প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি সংস্থায় কাজ করার সুযোগ পেয়েছি। আমি আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ।
সান্তনু কুমার দাস, নিরাপত্তা বিশ্লেষক, ডিপোজিট সলিউশনস জিএমবিএইচ, হামবুর্গ, জার্মানি

স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান

  • ফার্মেসি (এম ফার্ম)

  • পাবলিক হেলথ (বিশেষায়িত ক্ষেত্র: মহামারিবিদ্যা, প্রজনন ও শিশুস্বাস্থ্য, হাসপাতাল ব্যবস্থাপনা, পুষ্টি ও দন্ত চিকিৎসা)

পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম

  • তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় পিজিডি

  • ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তিতে পিজিডি

আছে পুরস্কার

  • স্কোপাস ইনডেক্সের কিউ-১ মানের জার্নালে থিসিস প্রকাশিত হলে শিক্ষার্থী পান ৫০ হাজার টাকা পুরস্কার

  • এ ছাড়া স্কোপাস ইনডেক্সের অন্য যেকোনো মানের থিসিসের জন্য আছে ২০ হাজার টাকা পুরস্কার

নানা সুযোগ-সুবিধা

  • সশরীর ক্লাস শুধু শুক্রবারে

  • স্নাতকের ও সেমিস্টারের ফলাফলের ওপর ভিত্তি করে ১০%-৫০% ছাড়

  • ড্যাফোডিলের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ২০%-৬০% ছাড়

  • দল বেঁধে (সর্বনিম্ন ৩ জন) ভর্তি হলে ১০% ছাড়

  • পরিবহনসুবিধা

  • ক্যাম্পাসে আবাসিক হিসেবে থাকার ব্যবস্থা

  • ৩৭ হাজার ই-বুক ও আড়াই হাজার ই-জার্নালসহ ই-লাইব্রেরি সুবিধা

  • কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ

কেমন খরচ

  • বিষয়ভেদে ১ লাখ ১৫ হাজার থেকে ৩ লাখ ৮ হাজার টাকা

যোগাযোগ

  • ফোন: ০৯৬১৭৯০১২১২

  • ই–মেইল: admission@daffodilvarsity.edu.bd