Thank you for trying Sticky AMP!!

দুনিয়ায় প্রতি মিনিটে ১০০ পিসের বেশি বিক্রি হয় যে পুতুল

‘বার্বি’ দুনিয়ার অন্যতম জনপ্রিয় পুতুল। এর খ্যাতি কোনো অংশেই মানব–তারকার চেয়ে কম না। আজ মুক্তি পেল এই পুতুলকে নিয়ে হলিউডে বানানো সিনেমা বার্বি। জেনে নিন পুতুলটি সম্পর্কে ১১টি তথ্য

১.

প্রথম বার্বি পুতুলটি বিক্রি হয়েছিল ৩ ডলারে

২.

বার্বির বিজ্ঞাপন টিভিতে প্রথমবারের মতো দেখা গিয়েছিল ১৯৫৯ সালে

৩.

শুরুতে বার্বি তাকাত খানিকটা সোজাসুজি, ১৯৭১ সাল থেকে আড়চোখে তাকায় বার্বি

৪.

বার্বির মুখে আগে হাসি ছিল না, পুতুলটির মুখে হাসি ফুটেছে ১৯৭৭ সালে

৫.

১৯৯২ সালের ‘টোটালি হেয়ার’ সবচেয়ে বেশি বিক্রি (১ কোটি পিস) হওয়া বার্বি

৬.

হুইলচেয়ারে বসা একটা বার্বি বাজারে প্রথম বারের মতো আসে ১৯৯৭ সালে

৭.

২০০৯ সালে ৫০ বছরে পা দেয় বার্বি, তত দিনে বিক্রি হয়েছে ১০০ কোটি পিস

৮.

দুনিয়ার ১৫০টি দেশে প্রতি মিনিটে বার্বি বিক্রি হয় ১০০–এর বেশি

৯. 

বার্বি ও তার বন্ধুদের জন্য এ পর্যন্ত আনুমানিক ১ বিলিয়ন পোশাক তৈরি করা হয়েছে

১০.

এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি বার্বির দাম ৩ লাখ আড়াই হাজার ডলার

১১.

দুনিয়ার সবচেয়ে বড় বার্বি–সংগ্রাহক জার্মানির বেটিনা ডর্ফম্যান, তাঁর কাছে আছে ১৫ হাজারের বেশি বার্বি