Thank you for trying Sticky AMP!!

চোখ সাজানোর ব্রাশ

সঠিক ব্রাশ ব্যবহার করে চোখ সাজানো নিখুঁত হয়। সাজ: বিন্দিয়া এক্সক্লুসিভ, মডেল: সুমাইয়া, ছবি: নকশা

চোখ নাকি মনের কথা বলে! গোমড়া মন, রাগী মন, খুশি মন—সবই তো ওই চোখেই প্রকাশ পায়। সবার নজর এ কারণেই যেন চোখের দিকে থাকে। তাহলে চোখ কেন নিজের রঙে ঢং করবে না? চোখের ঢং মানে চোখের সাজ আরকি। উপযুক্ত সাজের জন্য উপযুক্ত জিনিসও তো চাই। প্রসাধনীর যথাযথ ব্যবহার করতে লাগে সঠিক সরঞ্জাম। চোখ সাজানোর নানা রকম তুলি বা ব্রাশ। বাজারেও সহজলভ্য। বিন্দিয়া এক্সক্লুসিভের কর্ণধার ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি দেখিয়ে দিলেন কোন তুলির কী ব্যবহার।

অ্যাঙ্গেল ব্রাশ

অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে চোখের নিচের ভেতরের অংশে কাজল দেওয়ার জন্য অথবা ভ্রু আঁকার জন্য ব্যবহার করা হয়।

মাসকারা কম্ব

মাসকারা কম্ব দিয়ে চোখের পাপড়িতে মাসকারা তো দিতেই পারেন, এমনকি ভ্রু আঁচড়ে নিতে পারবেন।

আই ডিফাইন ব্রাশ

এই ব্রাশ দিয়ে চোখের বেজ করা হয়। চোখের পাতায় যেকোনো পাউডার অথবা ক্রিম আইশ্যাডো দেওয়ার জন্য আই ডিফাইন ব্রাশ ব্যবহার করতে হয়। এই ব্রাশ দিয়ে চোখের ভ্রুর বোনে হাইলাইটসও দেওয়া যায়।

ব্লেন্ডিং ব্রাশ

চোখে দুই-তিন ধরনের রঙের শেড একসঙ্গে ব্লেন্ড করার জন্য ব্যবহার করা হয় ব্লেন্ডিং ব্রাশ।

ভ্রুর চিরুনি

ভ্রুর চিরুনির এক পাশে মাসকারার চিরুনির মতো প্লাস্টিক তুলি থাকে আর অন্য পাশে চিরুনি। ভ্রু আঁচড়ে সঠিক আকৃতি দিতে এই চিরুনি ব্যবহার করা হয়।

আইলাইনার ব্রাশ

নিজের মতো করে আইলাইনার দেওয়ার জন্য এই ব্রাশ। খুব চিকন এই ব্রাশ দিয়ে চোখে লাইন টানতে পারবেন।

স্মাজ ব্রাশ

চোখে স্মাজ ব্রাশ স্মোকি আই অথবা আইশ্যাডো ব্লেন্ডিং করার জন্য ব্যবহার করা হয়।