গরমের সময় আরামের বিষয়টি ঘুরেফিরেই আসবে। সতেজ অনুভূতি পাওয়ার আশায় সাজার সময় ছোটখাটো বিষয়ও খেয়াল রাখা হচ্ছে। পরিষ্কার পরিশীলিত সাজ, শীতল টোন, প্রাণবন্ত রং, গ্রাফিক্যাল লাইনার—অনেক কিছুই থাকছে এ সময়ের মেকআপ ধারায়। আর সবকিছু ছাপিয়ে যাচ্ছে আরামের বিষয়টি। দিন, বিকেল আর রাতের এমন তিনটি লুক এখানে তুলে ধরা হলো।

সতেজ ভাব ফুটিয়ে তুলতে বেজ মেকআপ একদম হালকা রাখা হয়েছে। ত্বকের আভাকে তুলে ধরা হয়েছে। প্রাধান্য পেয়েছে সুস্থ, উজ্জ্বল ত্বক। এ বছর মাসকারা না দেওয়ার একটা ট্রেন্ডও দেখা যাবে। এখানে চোখের সাজে প্রাধান্য পেয়েছে আইলাইনার আর সাদা কাজল। আইশ্যাডো আর লিপস্টিকের রং একই—হালকা পিচ টোন।
সন্ধ্যাকালীন যেকোনো অনুষ্ঠানে মানিয়ে যাবে মসলিনের এই কামিজ। মেকআপে প্যাস্টেল শেডের একটা প্রভাব দেখা যাবে। সেই ধারাতেই সাজানো হয়েছে চোখ। ঠোঁটে লাইনার ছাড়া লিপস্টিক দেওয়া হলে নমনীয়তা ফুটে ওঠে। গরমের সময় দেখতেও আরাম লাগে যেন। গরমের সময় এটিও আরেকটি বৈশ্বিক ধারা। পাশাপাশি গালে পিচ টোনের ব্লাশ অনও জনপ্রিয়তা পাচ্ছে।
সাদা জামদানির সঙ্গে বেছে নেওয়া হয়েছে চেরি রেড রঙের ব্লাউজ। লিপস্টিকেও দেওয়া হয়েছে একই রং। এখন এ রংটিও বেশ দেখা যাচ্ছে। চোখে নাটকীয়ভাবে টানা ছোট উইংস আর চেরি রেড রঙের লিপস্টিকে ফুটে উঠেছে রাতের আদর্শ সাজ। হালকা গ্লসি একটা ভাব রাখা হয়েছে সাজে, তবে অতিরিক্ত নয়। গলায় চোকার পুরো সাজটিকে প্রশংসাই করছে যেন।